টিউন করেছেন : মিতব্যয়ী | প্রকাশিত হয়েছে : 25 March, 2011 on 4:12 pm | 675 বার দেখা হয়েছে |
আপডেটঃ আমার এই টিউনটি যেকোন কারণেই হোক মডারেটরগণ পেন্ডিং করে রেখেছিলেন।তাদের কাছে আমি কৃতজ্ঞ যে সরাসরি ডিলেট না করে আমাকে পুনরায় টিউনটি পোস্ট করার পারমিশন দিয়েছেন।মডারেটরকে বলছি,যদি এই টিউনে সবার জন্যে ক্ষতিকর কিছু আছে বলে আপনার মনে হয় তাহলে আমাকে সরাসরি ইয়াহুতে নক করুন অথবা মেইল করুন।যদি সব টিউনারদের মনে হয় এই টিউনটি টিটির নীতিবিরুদ্ধ তাহলে আমাকে বলবেন।আমি নিজেই মডারেটরকে বলবো টিউনটি ডিলেট করে দেওয়ার জন্যে।
অফটপিকঃ এমনিতে কোন টিউনে কেউ কমেন্ট করলে সেটির নোটিফিকেশন টিটি থেকে অটোমেটিক মেইলে পাঠানো হয়।কিন্তু ইদানীং টেকটিউনস থেকে মাঝে মাঝে কমেন্ট করার পরেও মেইল আসে না,সুতরাং যোগাযোগ করতে বা মুল্য জানতে এইখানে কেউ কমেন্ট না করে সরাসরি মেইল করবেন বা ইয়াহুতে নক করবেন।
যাদের কাছে স্পিক এশিয়ার সার্ভের ডলার আছে(মানে সার্ভে প্যানেলে প্রচুর ডলার আছে),তারা ইন্ডিয়ান পিন বানিয়ে বিক্রয় করতে পারেন।কারণ আমাদের এইখানে আমলাতান্ত্রিক জটিলতা,রাজুর চুরি আর সবশেষে ইউনিপের কদিপয় অসাধু মানুষের জন্যে এখন আমাদের দেশে আমাদের উপার্জনের এই সুযোগ বন্ধ।আর অপর দিকে আমাদের প্রতিবেশী দেশের মানুষেরা কত ভালোভাবে উপার্জন করছে।হায়রে ডিজিটাল বাংলাদেশ ! সে যাই হোক আমি আপনাদের জন্যে কিছু উপকার করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখন সার্ভে থেকে ডলার প্যানেলে পাঠানো যায় না,তাই সার্ভের ডলার এখন পিন বানিয়ে বিক্রয় করা ছাড়া আর কিছুই করার নেয়।তাই যারা সার্ভের ডলার পিন বানিয়ে বিক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমি আপনাদের থেকে পিন কিনে নেবো।আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইয়াহুতে সরাসরি চ্যাট করতে পারেন।আমার ইয়াহু আইডি speakasia_dealer
আর মেইল করতে চাইলে speakasia.dealer@gmail.com এই ঠিকানায় মেইল করতে পারেন।ফোন নাম্বার ইচ্ছে করেই দিলাম না কারণ বেশির ভাগ মানুষ শুধু স্পিকএশিয়া কখন চালু হবে এই খবর জানার জন্যে কল করেন।তাদের জন্যে বলছি ভাই আমিও আপনাদের মতই সাধারণ মানুষ,আমার ইন্ডিয়াতে পরিচিত একজন থাকার কারণে আমি ডলার বিক্রয় করতে পারছি।আর স্পিকএশিয়া আদৌ চালু হবে কিনা সেই ব্যপারে আমি কিছুই জানি না।তাই দয়া করে কেউ এই ব্যাপারে মেইল করে কিছু জানতে চাইবেন না।আমি নিজে ব্যাবসা করছি আর সাথে আপনাদের অকেজো ডলার বিক্রয় করতে আপনাদের সাহায্যে করছি।দয়া করে কেউ এটিকে অন্য খাতে নেওয়া চেষ্টা করবেন না।মেইল করলে অবশ্যই আপনার কাছে কি পরিমান পিন বানানো আছে (অবশ্যই দেশ ইন্ডিয়া সিলেক্ট করতে হবে) আর যারা পিন বানাতে জানেন না তাদের একাউন্টে কি পরিমাণ সার্ভে ডলার আছে বিসদভাবে লিখবেন।আমি যত তাড়াতাড়ি পারি মেইলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করে এই অপ্রয়োজনীয় ব্যাবসায়িক টিউনটী শেষ করছি।
বিঃদ্রঃ যারা হাজার হাজার সার্ভে ডলার নিয়ে বসে আছেন তারা অন্তত জানেন এই বিশাল ইনভেষ্টের বিপরীতে এতগুলো ডলার একাউন্টে পরে থাকা কতখানি আক্ষেপের।আর একদম না পাওয়ার চেয়ে কিছু পাওয়াই তাদের কাছে বড় হয়ে দাড়ায়।তাই যারা এই টিউনের বিরুদ্ধে বলবেন তারা এই কথাগুলো একটু চিন্তা করবেন আশা করছি।
Subscribe to:
Post Comments (Atom)
form
Powered byEMF Online Form Builder
Blog Archive
-
▼
2011
(64)
-
▼
9
(23)
- ভুমিকম্প একটি আতংকের নাম। জেনে নিন আপনার আশে পাশে ...
- জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন দেবে ভারত
- ম্যারাডোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ!
- সতর্ক বার্তা-২ (ইন্টারনেটে টাকা আয়ের সহজ কোন উপায...
- শরিয়তের দৃষ্টিতে এমএলএম (MLM) ভিত্তিক ব্যবসা
- স্পিকএশিয়ার সার্ভে ডলারের দু:শ্চিন্তা আমার উপর ছে...
- স্পিক এশিয়া অনলাইন বাংলাদেশ মিটআপ
- ভূমিকম্প কী ও কেন হয়?
- ইংরেজি’র সকল সমস্যার সমাধান নিয়ে চালু হলো “ইংলিশ ...
- আপনার ফেসবুক প্রোফাইলটি হোক সবার চাইতে আলাদা!!
- CNN’s Tea Party partnership: ‘odd’ at best, ‘uneth...
- যেভাবে চূড়ান্ত হবে ২০১৫ বিশ্বকাপের ১৪ দল
- হুমায়ূন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত
- হিলটনকে নির্মাতা করন জোহরের না
- প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পেলেন না শাকিব খান
- পরমাণু শক্তিকেন্দ্র চালু করলো ইরান
- বর্ষসেরা ক্রিকেটার ট্রট
- আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক ধোনি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য
- Facebook থেকে ফ্রি sms পাঠান এবং call করুন
- মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও,...
- চলেন এইবার নেট থেকে কিভাবে ফ্রী কল করা যায় সেইটা ...
- বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”,...
-
▼
9
(23)
No comments:
Post a Comment