Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts
Showing posts with label ব্যবসা বাণিজ্য. Show all posts

Tuesday, December 29, 2015

৩০ বছর বয়সেই ধনী হওয়ার ১০ উপায়

ধনী হওয়ার উপায় অনেকের কাছে অবাস্তব মনে হলেও বহু ধনী বিষয়টি উড়িয়ে দেন। তাঁরা কয়েকটি উপায়ের কথা বলেন, যা কঠোরভাবে পালন করলে ধনী হওয়া সম্ভব অল্প বয়সেই। তবে এ ক্ষেত্রে বিষয়গুলো আংশিক মানলে হবে না, সফল হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অক্ষরে অক্ষরে বিষয়গুলো পালন করতে হবে। মাত্র ৩০ বছর বয়সেই মিলিয়নেয়ার হওয়া গ্র্যান্ট কার্ডন এ লেখার ১০টি পরামর্শ দিয়েছেন।
১. সর্বাত্মক চেষ্টা করুন

Monday, October 10, 2011

স্পিকএশিয়া নতুনভাবে চালু করার উদ্যোগঃ পুরাতন সদস্যদের টাকা মার যাওয়ার সম্ভাবনা ..

ইন্টার্নেট সার্ভে কোম্পানী যেটি মূলতঃ মাল্টি লেভেল মার্কেটিং ব্যবস্থায় মার্কেট জরিপ করার নামে গত ২০১০ এর শেষের দিকে ভারতের প্যানেলিস্টের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে গত ফেব্রুয়ারী ২০১১ ইং উদাও হয়ে যায়। সেই স্পিকএশিয়া আবার বাংলাদেশে তাদের ব্যবসা চালু করার উদ্যোগ নিয়েছে। যদিও তারা এখনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে কিভাবে তারা ব্যবসা পরিচালিত করবে। এরই মধ্যে বনানী, ঢাকায় তাদের নিবন্ধিত প্রধান অফিস চালু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এক অবসর প্রাপ্ত কর্নেলকে বাংলাদেশ স্পিক এশিয়া দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইবিজটপারস।





স্পিক এশিয়া, সিঙ্গাপুর ভিত্তিক জরিপ কোম্পানীর সিইও জনাব মনোজ কুমার জানান যে,স্পিক এশিয়ার বাংলাদেশ অপারেশন যত দ্রুত সম্ভব শুরু করা হতে পারে। নতুন ওয়েব সাইট এর মাধ্যমে চালু হবে তবে পুরোনো সদস্য (প্যানেলিস্ট)দের ব্যাপারে কি করা হতে পারে সেটির সিদ্ধান্ত নেয়া না হওয়ায় এখনো চালু করা যাচ্ছে না।

স্পিক এশিয়ার বর্তমান সদস্য সংখ্যা ২০ লাখের অধিক, তবে অধিকাংশ ভারতের সদস্য। বাংলাদেশের সদস্য সংখ্যা গত ফেব্রুয়ারী ২০১০ এ ২ লাখ ছাড়িয়ে গেছে বলে জানা যায়।

স্পিক এশিয়া বাংলাদেশের বর্তমান সদস্যদের নিয়ে কি করা যায় তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। সদ্য আগত কিছু অতিউৎসাহি মাল্টিলেভেল মার্কেটিং নেতা স্পিক এশিয়াকে বাংলাদেশের নতুন ভাবে চালু করার জন্য চাপ প্রয়োগ করছে। যদিও পুরাতন সদস্যরা এতে রাজি নয়।

স্পিক এশিয়া বাংলাদেশে নতুনভাবে চালু করার জন্য সিটি ব্যাংকে একটি ব্যাংক একাউন্ট খুলেছে। স্পিক এশিয়া বাংলাদেশ এর নতুন নীতিমালা চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। তন্মধ্যে



১। শুধু মাত্র বাইনারী আয় ব্যাংকের মাধ্যমে নগদ করা যাবে।

২। সার্ভে বা জরিপ আয় এর মাধ্যমে পণ্য খরিদ করতে হবে।

৩। অনলাইন পণ্য খরিদ করা যাবে।

৪। নতুন সদস্যদের রেজিস্ট্রেশন ১ বছর বহাল থাকবে।

৫। স্পিক এশিয়া বাংলাদেশ সরাসরি সিঙ্গাপুর থেকে পরিচালিত হবে। যদিও বাংলাদেশ এ একটি প্রধান অফিস থাকবে।

৬। প্রতিটি বিভাগীয় শহরে একটি করে বিভাগীয় অফিস চালু করা হবে।

৭। ব্যাংকিং কার্যক্রম যেকোন ব্যাংকের মাধ্যমে করা যেতে পারে।

বিস্তারিত .......

Sunday, September 18, 2011

সতর্ক বার্তা-২ (ইন্টারনেটে টাকা আয়ের সহজ কোন উপায় নেই)

এখন পর্যন্ত এ কোম্পানিটি বাংলাদেশে আসেনি তবে ভারতে বেশ জোরে শোরেই মাঠে নেমেছে। কোম্পানিটির নাম হচ্ছে টিভিআই এক্সপ্রেস ডটকম (http://www.tviexpress.com/ )। তারা বলছে যে ইন্টারনেটের মাধ্যমে তারা লোকদেরকে ১৫,০০০ রুপীর বিনিময়ে সদস্য করবে এবং তারপর বিভিন্ন ট্রাভেল প্যাকেজ বিক্রি করতে হবে। এতে খারাপ কিছু নেই কিন্তু সমস্যাটা হচ্ছে শুধু আপনি সদস্য হলেই হবে না আপনাকে আরো দুইজন লোক আনতে হবে এবং তাদের দুইজনকে আবার দুইজন দুইজন করে লোক আনতে হবে।

তারা অনেক ধরণের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু যতটুকু দিচ্ছে তাতে মনে হচ্ছে এটিও একটি শেষ পর্যন্ত এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং ধরণের কিছু একটা হবে। এমএলএম ব্যবসার সমস্যার কিছু নেই কিন্তু মূল সমস্যাটাই হচ্ছে যে বাংলাদেশে অনেকেই বুঝতে চান না এমএলএম ব্যবসায় শেষ পর্যন্ত কখনোই খুব একটা লাভবান হওয়া সম্ভব নয়। যা করতে হবে আপনাকে আরো লোক আনতে হবে এবং সেই লোকরা যে টাকা দিচ্ছে কোম্পানি সেই টাকা থেকে আপনাকে দেওয়া হবে। টিভিআই এক্সপ্রেস হয়তো আরো কিছুদিন পরে বাংলাদেশে কিছু লোকের কাছে চলে যাবে।

ফেইসবুকের কল্যাণে এ ধরণের নেটওয়ার্কিং এখন আর কোনো সমস্যা নয়। শুধু একটা কথাই মনে রাখেন তা হচ্ছে ইন্টারনেটে টাকা আয় করা এতো সহজ নয় এবং যখনই কেউ বলবে ইন্টারনেটে টাকা সর্ট কাটে আয় করা যাবে তখনই মনে করবেন যে প্রতারণার সম্ভাবনা শতকরা ১০০ ভাগ। আমাই এই বিষয়ে জানলাম তাই শেয়ার করলাম। আপনার

শরিয়তের দৃষ্টিতে এমএলএম (MLM) ভিত্তিক ব্যবসা

UniPay2U - ইউনিপে টু ইউ বর্তমান সময়ের বাজ ওয়ার্ড। এমএলএম ভিত্তিক একটি ব্যবসা যারা সারা বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত। এছাড়াও বাংলাদেশে ডেস্টিনি২০০০, ইউনিপে টু ইউ, তিয়ান্স ইত্যাদি সহ আরো অনেক গুলো এমএলএম ভিত্তিক ব্যবসা চলমান। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের (যারা ধর্মীয় ভাবে সচেতন) অনেকের মধ্যে এই সব ব্যবসার ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গিতে গ্রহনযোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন অনুসন্ধিতসার জন্ম নিয়েছে যা অনেকেই ব্যক্তিগত ভাবে বিভিন্ন ভাবে সমাধান খুজতে চেয়েছেন এবং অনেকে অথবা কেঊ কেউ বিভিন্ন সমাধান পেয়েছেন।

আমি শরিয়তের দৃষ্টিতে এমএলএম ভিত্তিক ব্যবসার বাস্তবতা সংশ্লিষ্ট বাংলাদেশের বিশিষ্ট মুফতিয়ানে কেরামের সমন্বয়ে পরিচালিত গবেষণার ফলাফল লিখিত একটি বই হাতে পেয়েছিলাম, যা কারও কারও উপকারে আসতে পারে ভেবে ফোরামে শেয়ার করছি।

যেহেতু আমি ইসলামি শরিয়তের বিশেষজ্ঞ নই তাই, পরবর্তি পর্যায়ের আগ্রহী ব্যক্তিবর্গকে যে কোন সন্দেহ নিরসনের জন্য বইয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য সর্বপ্রথমে পরামর্শ দেওয়া যাচ্ছে।

তবে, হক্কানী আলেম সমাজের সংস্পর্শে থাকার সুযোগ থাকায়, এই রকম প্রশ্নের সঠিক সমাধান পেতে সহায়তা করার ইচ্ছা সব সময়ই রাখি।
পুরো বইটি ডাউনলোড করুন [url=http://hotfile.com/dl/82487869/6266d8d/MLM_Book.zip.html]হটফাইল-MLM_Book.zip[/url]

[url=http://pixelsartisan.com/files2download/MLM%20Book.zip]নিজ সার্ভারে-MLM_Book.zip[/url]
বই টি ফোরামে ছবি আকারে দেওয়ার ইচ্ছা থাকলেও ছবি হোস্টিং সাইটে আপলোডে সমস্যা হওয়ায় বর্তমানে শুধু হটফাইল ও আমার ডমেইন এর লিঙ্ক দেওয়া হল। ইদানিংয়ের মধ্যে অন্যান্য ফাইল হোষ্টিং এ দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে

স্পিকএশিয়ার সার্ভে ডলারের দু:শ্চিন্তা আমার উপর ছেড়ে দিন

টিউন করেছেন : মিতব্যয়ী | প্রকাশিত হয়েছে : 25 March, 2011 on 4:12 pm | 675 বার দেখা হয়েছে |

আপডেটঃ আমার এই টিউনটি যেকোন কারণেই হোক মডারেটরগণ পেন্ডিং করে রেখেছিলেন।তাদের কাছে আমি কৃতজ্ঞ যে সরাসরি ডিলেট না করে আমাকে পুনরায় টিউনটি পোস্ট করার পারমিশন দিয়েছেন।মডারেটরকে বলছি,যদি এই টিউনে সবার জন্যে ক্ষতিকর কিছু আছে বলে আপনার মনে হয় তাহলে আমাকে সরাসরি ইয়াহুতে নক করুন অথবা মেইল করুন।যদি সব টিউনারদের মনে হয় এই টিউনটি টিটির নীতিবিরুদ্ধ তাহলে আমাকে বলবেন।আমি নিজেই মডারেটরকে বলবো টিউনটি ডিলেট করে দেওয়ার জন্যে।

অফটপিকঃ এমনিতে কোন টিউনে কেউ কমেন্ট করলে সেটির নোটিফিকেশন টিটি থেকে অটোমেটিক মেইলে পাঠানো হয়।কিন্তু ইদানীং টেকটিউনস থেকে মাঝে মাঝে কমেন্ট করার পরেও মেইল আসে না,সুতরাং যোগাযোগ করতে বা মুল্য জানতে এইখানে কেউ কমেন্ট না করে সরাসরি মেইল করবেন বা ইয়াহুতে নক করবেন।

যাদের কাছে স্পিক এশিয়ার সার্ভের ডলার আছে(মানে সার্ভে প্যানেলে প্রচুর ডলার আছে),তারা ইন্ডিয়ান পিন বানিয়ে বিক্রয় করতে পারেন।কারণ আমাদের এইখানে আমলাতান্ত্রিক জটিলতা,রাজুর চুরি আর সবশেষে ইউনিপের কদিপয় অসাধু মানুষের জন্যে এখন আমাদের দেশে আমাদের উপার্জনের এই সুযোগ বন্ধ।আর অপর দিকে আমাদের প্রতিবেশী দেশের মানুষেরা কত ভালোভাবে উপার্জন করছে।হায়রে ডিজিটাল বাংলাদেশ ! সে যাই হোক আমি আপনাদের জন্যে কিছু উপকার করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখন সার্ভে থেকে ডলার প্যানেলে পাঠানো যায় না,তাই সার্ভের ডলার এখন পিন বানিয়ে বিক্রয় করা ছাড়া আর কিছুই করার নেয়।তাই যারা সার্ভের ডলার পিন বানিয়ে বিক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমি আপনাদের থেকে পিন কিনে নেবো।আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইয়াহুতে সরাসরি চ্যাট করতে পারেন।আমার ইয়াহু আইডি speakasia_dealer

আর মেইল করতে চাইলে speakasia.dealer@gmail.com এই ঠিকানায় মেইল করতে পারেন।ফোন নাম্বার ইচ্ছে করেই দিলাম না কারণ বেশির ভাগ মানুষ শুধু স্পিকএশিয়া কখন চালু হবে এই খবর জানার জন্যে কল করেন।তাদের জন্যে বলছি ভাই আমিও আপনাদের মতই সাধারণ মানুষ,আমার ইন্ডিয়াতে পরিচিত একজন থাকার কারণে আমি ডলার বিক্রয় করতে পারছি।আর স্পিকএশিয়া আদৌ চালু হবে কিনা সেই ব্যপারে আমি কিছুই জানি না।তাই দয়া করে কেউ এই ব্যাপারে মেইল করে কিছু জানতে চাইবেন না।আমি নিজে ব্যাবসা করছি আর সাথে আপনাদের অকেজো ডলার বিক্রয় করতে আপনাদের সাহায্যে করছি।দয়া করে কেউ এটিকে অন্য খাতে নেওয়া চেষ্টা করবেন না।মেইল করলে অবশ্যই আপনার কাছে কি পরিমান পিন বানানো আছে (অবশ্যই দেশ ইন্ডিয়া সিলেক্ট করতে হবে) আর যারা পিন বানাতে জানেন না তাদের একাউন্টে কি পরিমাণ সার্ভে ডলার আছে বিসদভাবে লিখবেন।আমি যত তাড়াতাড়ি পারি মেইলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করে এই অপ্রয়োজনীয় ব্যাবসায়িক টিউনটী শেষ করছি।

বিঃদ্রঃ যারা হাজার হাজার সার্ভে ডলার নিয়ে বসে আছেন তারা অন্তত জানেন এই বিশাল ইনভেষ্টের বিপরীতে এতগুলো ডলার একাউন্টে পরে থাকা কতখানি আক্ষেপের।আর একদম না পাওয়ার চেয়ে কিছু পাওয়াই তাদের কাছে বড় হয়ে দাড়ায়।তাই যারা এই টিউনের বিরুদ্ধে বলবেন তারা এই কথাগুলো একটু চিন্তা করবেন আশা করছি।

স্পিক এশিয়া অনলাইন বাংলাদেশ মিটআপ


বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে আমরা সব Speak Asia Online Bangladesh এর Panelist রা কি আবস্থায় আছি । সবার Account এ হাজার হাজার $ জমে আছে কিন্তু Cash করা যাচ্ছে না । Leader এর কাছে গেলে Leader বলে Company কিছু বলছে না , Company তে Support Call দিলে Reply আসে Government permission দিচ্ছে না আর Government বলে এসব Company ভুয়া । এরা সবাই এমন সব কারন দেখিয়ে নিজেদের র্কতব্য শেষ করে বসে আছে কিন্তু আমরা যারা লাখ লাখ টাকা এখানে Invest করে বসে আছি তাদের কি হবে ? Company যদি ভুয়া হয় তাহলে Government আগে কেন আমাদের কে কিছু জানায় নি ? প্রায় ১ লাখ গ্রাহক invest করার পর Government এর মনে হল Company ভুয়া ? আবার বিদেশের Bank এ Withdrawal দিলে ঔটা ও হচ্ছে না এর মানে Company clearance দিচ্ছে না । এভাবে একা একা কাজ করে আমরা কিছু করতে পারব না । সবাইকে এক হয়ে এর একটা কিছু করতে হবে । তাই আমরা কিছু Speak Asia Online Bangladesh এর Panelist রা একটা Meeting Arrange করতে যাচ্ছি । প্রয়োজন আপনাদের সহায়তা । আপনাদের পরিচিত যত Speak Asia Online Bangladesh এর Panelist আছে সবাইকে আমাদের Meeting এ Invite করুন । Meeting এর Time , Date এবং Location সবার সাথে Group এ আলোচনা করে ঠিক করা হবে । এ পোষ্টটি কপি করে Speak Asia এর সব Forum , Group , Fan page , Community Blog আর Public Web Site এ শেয়ার করে দিন এই Group Link সহ ।

Group এ জয়েন করতে এইখানে একটা খোচা মারুন :

http://www.facebook.com/home.php?sk=group_133104733429617

বি:দ: এই পোষ্ট এবং এই Meeting শুধুমাত্র Speak Asia Online Bangladesh এর Panelist দের জন্য সুতরাং যারা Speak Asia Online Bangladesh এর Panelist নয় তারা দয়াকরে কোন রকম বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন আমরা এমনিতে ই অনেক যামেলা তে আছি .

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e