Tuesday, September 6, 2011

চলেন এইবার নেট থেকে কিভাবে ফ্রী কল করা যায় সেইটা হ্যাক করি

নেট থেকে ফ্রী কল করার পদ্ধতিঃ
প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন এখান থেকে। যদি java না থাকে তাহলে পাবেন এখানে।
ফুল ডাউনলোড করার পর ইন্সটল করুন।
এখন রেজিস্ট্রেশন করুন।


তারপর মেইল থেকে কনফার্ম করার পর আপনি $ 0.10 ফ্রী ক্রেডিট পাবেন।
এখন লগ ইন করুন।


ফোনের আইকনে ক্লিক করেন।


এখন এখান থেকে cheat engine ডাউনলোড করেন।
এটা ওপেন করে process এ ক্লিক করেন।


তারপর window list এ ক্লিক করেন।


এখন friend caller সিলেক্ট করে ওপেন করেন।


আপনি যার কাছে কল করবেন তার নাম্বার টাইপ করে রাখেন।


কল করার বাটনে ক্লিক করার পর দেখবেন কল হচ্ছে।


এই অবস্থায় cheat engine ওপেন করে Enable speedhack এ টিক দিয়ে স্পিড 0.00 করে দিয়ে Apply তে ক্লিক করেন।


এখন সময় স্থির হয়ে গিয়েছে। অনেক্ষন কথা বলার পরেও দেখবেন মাত্র 0.02 কেটেছে। এভাবে ফ্রী কল করে যান।
যখন ব্যালেন্স ফুল শেষ হয়ে যাবে তখন IP পরিবর্তন করে আবার প্রথম থেকে সব করে নতুন আইডি করে ব্যালেন্স বাড়ান।

আর হ্যা অবশ্যয়ই cheat engine এর কাজটা ভাল মতো করতে হবে। নাহলে এক মিনিট কথা বলার পর বন্ধুকে আল-বিদা জানাতে হবে।

আশা করি আপনাদের কাজে এসেছে।
ধন্যবাদ সবাইকে।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e