Showing posts with label কম্পিউটার শিক্ষা. Show all posts
Showing posts with label কম্পিউটার শিক্ষা. Show all posts

Tuesday, December 29, 2015

ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ব্লগার হওয়ার উপায়

ফেসবুকে যারা অনেক অনেক গুলো অধিকারী তাদের জন্য
আপনাদের জন্য এই এড-অনস না থাকলেই নয়। এই এড-অনস থাকলে আপনি আপনার যতো যতগুলো ফেসবুক আই.ডি আছে (ফেসবুক অথবা যে কোন আইডি দারাই কাজ হবে)সব গুলো একই সাথে একই ব্রাউজার দিয়ে লগইন করতে পারবেন। ( আমি ৫/৬ টা নিয়ে এক সাথে লগইন করেছি ) ।
এড-অনসটির নাম হলো Multifox (অবশ্যই মজিলার জন্য) ।


ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ব্লগার হওয়ার উপায় - dreamlancerbd.com

Saturday, April 27, 2013

খুব সহজেই Adobe Illsustrator –এ তৈরি করুন চ্যানেল আই এর Logo


প্রথমে Adobe illustrator অপেন করে তার যে কোন মাপের একটি নতুন পেইজ নিন।
এখন পাশের Tools bar হতে Rectangle tool (M) টি সিলেক্ট করে একটি নতুন পেজে একটি চতুভুজ আকুন,

Thursday, October 20, 2011

একসাথে পাঠান অনেক ইমেইল Interspire Email Marketer 6.1.

যারা ইমেইল মার্কেটিং করেন তাদের একসাথে অনেক ইমেইল পাঠানোর প্রয়োজন হয়। অনেক পরিমান ইমেইল ম্যানুয়ালি সেন্ড করা অনেক কষ্টকর ব্যাপার। তাই সফটওয়্যার ব্যাবহার এর প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এসব সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয় বলে এইগুলো নাগালের বাইরেই থাকে।

কিছু দিন আগে মাসুদ ভাই তার সাহায্য ও জিজ্ঞাসা সেকশনে এমন একটি বিষয়ে সাহায্য চেয়েছিলেন।

http://techtunes.com.bd/help-ask/tune-id/90929/

তাই আমার এই পোস্টটি করা।

Interspire Email Marketer 6.1.0 সফটটি আমার কাছে ভালই লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন

ডাউনলোড
কোন কী লাগবে না

এই সফটওয়্যারটিও ট্রাই করে দেখতে পারেন।

1st Mass Mailer 6.4
ডাউনলোড
Key:27935059440266

Thursday, September 15, 2011

আপনার ফেসবুক প্রোফাইলটি হোক সবার চাইতে আলাদা!!

শুভেচ্ছা সবাইকে। টেক টিউন্স এ এটা আমার প্রথম টিউন। আশা করি অনেকের ভালো লাগবে।

টেকটিউন এ আগে এই সংক্রান্ত একটা টিউন দেখেছিলাম। কিন্তু আমার মনে হয় তা অসমাপ্ত ছিল। তাই আজ তা সম্পূর্ণ করে দিলাম।

ফেসবুকের প্রোফাইল খুব সুন্দর করে সাজানোর একটা পদ্ধতি এটি।


যদি আপনার প্রোফাইলটি এমন দেখতে চান, তবে নিজের ধাপ গুলো অনুসরণ করুন।

১. http://www.facebook.com/pages/Profile-Maker/186733784684615 এই লিঙ্ক এ যান। (ফেসবুক এ লগ ইন করার পর)
২. পেইজটি লাইক করুন। পেইজের বাম দিকে MakeProfile এ ক্লিক করুন
৩. যে পেজটি আসবে, সেখানে Start Here নামে একটি বাটন দেখবেন। সেখানে ক্লিক করুন।
৪. Allow এর উইন্ডো আসতে পারে। আসলে Allow ক্লিক করুন।
৫. এর পর একটি কালো রঙের বক্স আসবে। বক্সের ১ নাম্বার এ (1. Upload a photo) তে ক্লিক করুন
৬. এর পর আপনি সুবিধা জনক সাইজের একটি ছবি আপলোড করুন। এবার ছবিটা নড়া চড়া করে ঠিক মত পজিশন ঠিক করুন। (এটা বাচ্চাদের কাজ। করতে মোটেও সমস্যা হবে না)
৭. কাজ হয়ে গেলে Save Album এ ক্লিক করুন। ছবিটি একটি Album এ স্প্লিট হয়ে সেইভ হবে। Album এ গিয়ে বড় ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন। ছোট ৫ টা ছবি ৫ -৪ -৩ -২ -১ এভাবে উলটো দিক থেকে আপনার নামে ট্যাগ করুন।
৮. সবশেষে আপনার প্রোফাইলে যান। দেখুন, কাজ হয়ে গেছে।

Tuesday, September 13, 2011

Facebook থেকে ফ্রি sms পাঠান এবং call করুন

আমি আপনাদের সাথে শেয়র করব কিভাবে Facebook থেকে ফ্রি sms পাঠাবেন এবং কল করবেন ।

এজন্য প্রথমে এখানে ক্লিক করুন

১.....Facebook এ তারপর সাইন ইন করুন।

২.....allow করুন

৩....country থেকে বাংলাদেশ নির্বাচন করুন ।

৪....mobile number লিখুন । ( ০ বাদ দিয়ে)

৫....Add Recipient এ ক্লিক করুন ।

৬....তারপর আপনার Messages লিখে sendএ ক্লিক করুন । ****complete****

Facebook থেকে ফ্রি কল করার জন্য http://apps.facebook.com/ulolproject/

2 more site http://www.uthsms.net

http://www.websmsonline.com/

Thursday, August 25, 2011

Facebook এ একসাথে ১০০ friend request accept করুন ।

Facebook হলো বর্তমান বিশ্বে friend তৈরীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম । বিভিন্ন কারনে আমরা facebook এ নতুন friend তৈরী করে থাকি । যেমন, শুধু মজা করার জন্য, বিভিন্ন game এর জন্য অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ও অনেকে friend তৈরী করে থাকে ।
যে কারণেই হোক না কেনো মাঝে মাঝে আমারা অনেক friend তৈরী করে থাকি । অনেক friend তৈরীর মূল সমস্যা হলো প্রতিটি friend কে আলাদা আলাদা ভাবে confirm করা । আমাকে ও বিভিন্ন কারনে facebook এ কয়েকটি একাউন্ট করতে হয়েছে, তাই আমি কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি । আপনাদের ও যাতে এই কষ্ট করতে না হয় তাই আজ আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস শেয়ার করবো । আশা করি এটি আপনাদের কাজে আসবে ।
এজন্য, প্রথমে facebook এ login করুন । তারপর find friend এ যান । এবার আপনার Browser এর address bar এ নিচের code টি কপি করে enter দিন । দেখুন কিভাবে অটোমেটিকভাবে ঐ পেজের সকল request একসাথে confirm হয়ে যাবে । আপনার pending request যদি বেশি হয়ে থাকে তাহলে code টি বারবার ব্যবহার করতে পারেন ।







javascript:for( i = 1;i
আপনাদের সকলকে ধন্যবাদ ।

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e