Sunday, September 18, 2011

ইংরেজি’র সকল সমস্যার সমাধান নিয়ে চালু হলো “ইংলিশ গুরু”। এইবার ইংরেজি ভয় দূর করুন এক নিমিষে। এসএসসি, এইচএসসি, কলেজ ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, আইইএলটিএস, টয়ফেল সহ সব ধরনের নির্বা

ইংলিশ গুরু:

যারা পরীক্ষার আগে ইংরেজিতে পাশ করার জন্য গাদা গাদা বই পড়েন, তাদের জন্য আমার এই সাইট। এই সাইটে আপনারা ইংরেজি গ্রামার থেকে শুরু প্যারাগ্রাফ, রচনা, প্যাসেজ সবই পাবেন। এখানে বসে আপনি পড়তে পারবেন, চাইলে কপি করে আপনার পিসিতে নিয়ে প্রিন্টও করতে পারবেন। পাশাপাশি অনলাইনে এক্সাম দিয়ে যাচাই করতে
পারবেন আপনি কি শিখলেন। তো চলুন জেনে নেই কাদের জন্য কি থাকছে ইংলিশ গুরুতে-

এসএসসি:

এসএসসি পরীক্ষার্থীরা ও নবম-দশম শ্রেণীর ছোট ভাই-বোনদের জন্য রয়েছে পুর্ণাঙ্গ সাজেশন্স। এসএসসির ইংরেজি পরীক্ষা যেই নিয়মে হয় ঠিক সেই নিয়মে সাজানো হয়েছে কন্টেন্ট গুলো। যেমন:

ইংরেজি প্রথম পত্র এর জন্য-

* Part-B: {Cloze Passage with clues}
* Part-B: {Cloze Passage without clues}
* Part-C:Producing sentences from substitution table
* Part-C: Re-ordering sentences
* Part-C: Answering questions in a paragraph
* Part-C: Writing informal letters with clues/hints
* Or, Composition Writing

ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য-

* Part-A: Fill in gaps With right form of verbs
* Part-A: Fill in gaps with appropriate preposition
* Part-A: Fill in gaps with articles where necessary
* Part-A: Fill in gaps with linking/phrases/idioms
* Part-A: Changing the form of speech
* Part-A: Transformation of underlined sentences
* Part-A: Making tag questions
* Part-A: Completing sentences parts
* Part-A: Cloze test with/without clues
* Part-B: Writing Reports OR Paragraph
* Part-B: Writing composition [200 Words]
* Part-B: Writing formal Letters
* Part-B: Writing a Dialogue/Summary
* Part-B: Completing a Story/an imaginary situation

এইভাবে তোমরা ইংরেজির সবই এখানে পাবে। পাশাপাশি সাজেশন্স তো রয়েছেই।

এইচএসসি:

এইচএসসি পরীক্ষার্থীরা ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ভাই-বোনদের জন্য রয়েছে পুর্ণাঙ্গ সাজেশন্স। এইচএসসি'র ইংরেজি পরীক্ষা যেই নিয়মে হয় ঠিক সেই নিয়মে সাজানো হয়েছে কন্টেন্ট গুলো। যেমন:

ইংরেজি প্রথম পত্র এর জন্য-

* Part-A: Reading Test (Questions 1-8)
* Part-B: Vocabulary Test (Questions 9-10)
* Part-C: Writing Test (Questions 11-13)

ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য-

* Ques. No-01: Right Form of Verbs
* Ques. No-02: Appropriate Prepositions
* Ques. No-03: Use of Articles
* Ques. No-04: Linking Words/Phrases & Idioms
* Ques. No-05: Uses of Direct & Indirect Speech
* Ques. No-06: Transformation of Sentences
* Ques. No-07: Tag Questions
* Ques. No-08: Completing Sentences
* Ques. No-09: Cloze Testing
* Part-B: Writing Reports
* Part-B: Paragraph Writing
* Part-B: Writing Short Compositions
* Part-B: Letter/Application Writing
* Part-B: Writing Dialogue/Summary
* Part-B: Completing A Story

এইভাবে তোমরা ইংরেজির সবই এখানে পাবে। পাশাপাশি সাজেশন্স তো রয়েছেই।

ডিগ্রী/অনার্স:

ডিগ্রীর স্টুডেন্ট দের জন্য এই সাইটের কাজ এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশের সব কয়টি কলেজের বিগত বছরের ইংরেজি পরীক্ষার প্রশ্নাবলী পাওয়া যাবে এই অপশনে।



বিশ্ববিদ্যালয় ভর্তির ইংরেজি:

এই অপশনে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্নাঙ্গ লেকচার শীট পাবে। পাশাপাশি সাজেশন্স ও পাওয়া যাবে। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজি লেকচার পাবলিশড করা হবে। আর লেকচারের মানের দিক দিয়ে নিশ্চিত থাকতে পারো। কোনো সমস্যা হলে মন্তব্যের মাধ্যবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

কলেজ ভর্তির ইংরেজি:

এখানে একটা কথা সবাইকে জানিয়ে দেওয়া উচিত, গত বছর থেকে বাংলাদেশের প্রথম সারীর কলেজ গুলোর মধ্যে নটরডেম কলেজ আবারো ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছে। এছাড়াও অন্যান্য কলেজগুরো আগে থেকেই কলেজ ভর্তির জন্য পরীক্ষা নেয়। তাই, এই অপশনে যারা এসএসসি পাশ করে কলেজ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্নাঙ্গ লেকচার শীট পাবে। পাশাপাশি সাজেশন্স ও পাওয়া যাবে। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজি লেকচার পাবলিশড করা হবে। আর লেকচারের মানের দিক দিয়ে নিশ্চিত থাকতে পারো। কোনো সমস্যা হলে মন্তব্যের মাধ্যবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

বিসিএস:

যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে রয়েছে অনেকগুলো মডেল টেস্ট। প্রতিটি টেস্ট এ ২৫ টি করে প্রশ্ন থাকবে। সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার পর অনলাইনে যাচাই করতে পারবেন আপনার স্কোর। তো শুরু করে দিন এখনই।

আইইএলটিএস:

আইইএলটিএস-এর জন্য রয়েছে পরীক্ষার নিয়মানুযায়ী চারটি অপশন: Reading, Writing, Listening & Spoken. এখান থেকে আপনারা এই সব বিষয়ের উপর লেকচার ও স্পোকেন ও লিসেনিংয়ের জন্য অডিও টিউটোরিয়াল পাবেন। যা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন কিংবা যাদের ইন্টারনেট স্প্রীড ২০+ তারা অনলাইনে শুনতে পারবেন প্লে করে।


সাইটের ঠিকানা এখানে

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e