Sunday, September 18, 2011

ভুমিকম্প একটি আতংকের নাম। জেনে নিন আপনার আশে পাশে ঘটে যাওয়া সব ভূমিকম্পের খবর

ভুমিকম্প একটি আতংকের নাম। 18-SEP-2011 /12:40:48 এ সারা দেশে ভূকম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা - ইউএসজিএসের তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় দুই মিনিট।

এবার আসি কাজের কথায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম http://www.iris.edu/seismon/ এই সাইট টি।





ভিজিট করুন এবং জেনে নিন সম্প্রতি ঘটে যাওয়া সব ভূমিকম্পের খবর।

এই সাইটের রিপোর্ট অনুযায়ী- সারাদেশে যে ভুমিকম্প অনুভূত হয়েছে তার পরেও সিকীমের একই স্থানে আবার ভুমিকম্প হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন দেবে ভারত

জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেয়ার কথা জানিয়ে দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভারত তাদের সমর্থনের বিষয়টি তুলে ধরবে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই এ কথা জানান। রঞ্জন মাথাই বলেন, জাতিসংঘের সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদনে ভারত সমর্থন করবে। এ ছাড়া ১৯৮৮ সালের নভেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। ভারতের দ্য হিন্দুর অনলাইনের খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পর ভারতের পক্ষ থেকে সমর্থনের বিষয়টি জানানো হলো। মাহমুদ আব্বাস বলেছেন, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের জন্য আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে আবেদন করা হবে। আর এ দাবি আমাদের বৈধ অধিকার। অবশ্য ওয়াশিংটন বলেছে, ফিলিস্তিনের এ পদক্ষেপ 'হিতে বিপরীত ফল' বয়ে আনতে পারে। জাতিসংঘের পূর্ণ সমর্থন পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন লাগবে। শুরু থেকেই প্রস্তাবের বিরোধিতা করে আসছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। গত জুন মাসে মার্কিন সিনেটে এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হয়। প্রস্তাবটিতে জাতিসংঘে ফিলিস্তিনের প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো দেয়ার কথা বলা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, ফিলিস্তিনির সদস্য পদ নিয়ে ভোটাভুটি হলে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে দেয়া অর্থের সরবরাহ বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্র প্রতি বছর জাতিসংঘকে ৫০ কোটি ডলার অর্থ দিয়ে থাকে।

ম্যারাডোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ!


কয়েক দিন আগে আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছিলেন ম্যারাডোনা। এবার ঘুষ কেলেঙ্কারিতে নিজেই জড়িয়ে পড়লেন। তার সাবেক প্রাইভেট সেক্রেটারি গ্যাব্রিয়েল বুনো বলেছেন, ম্যারাডোনাও ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, ‘আপনি যদি ঘুষ কেলেঙ্কারি গভীরে কাউকে খুঁজতে যান তাহলে ম্যারাডোনাই হবেন প্রথম ব্যক্তি। আমার কাছে এর সব প্রমাণ আছে।’ তবে গ্যাব্রিয়েলের অভিযোগ নিয়ে ম্যারাডোনা এখনও মুখ খোলেননি। আর্জেন্টিনা বিশ্বকাপ মিশনে বাতিস্তা-ম্যারাডোনা দু’জনই কোচ হিসেবে কাজ করেছেন। বাতিস্তার আগে ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। বর্তমানে তিনি আরব আমিরাতের আল ওয়াসল নামের একটি ক্লাবে কোচ হিসেবে কাজ করছেন। ম্যারাডোনার পর বাতিস্তা আর্জেন্টাইন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার কারণে চাকরি চলে যায় বাতিস্তার। গত বৃহস্পতিবার ম্যারাডোনা বাতিস্তার বিরুদ্ধে খেলোয়াড়দের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন। আর তার এমন অভিযোগের জবাবে উপযুক্ত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন বাতিস্তা। ম্যারাডোনা অভিযোগ করেন, দলে জায়গা পেতে খেলোয়াড়রা ঘুষ দিয়েছিল বাতিস্তাকে। কিন্তু বাতিস্তা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘আমার আইনজীবীকে আমি এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। এসব অভিযোগে আমি ক্লান্ত। আমি সমালোচনা সইতে রাজি। কিন্তু এসব সীমা ছাড়িয়ে যাওয়া কথা।’

সতর্ক বার্তা-২ (ইন্টারনেটে টাকা আয়ের সহজ কোন উপায় নেই)

এখন পর্যন্ত এ কোম্পানিটি বাংলাদেশে আসেনি তবে ভারতে বেশ জোরে শোরেই মাঠে নেমেছে। কোম্পানিটির নাম হচ্ছে টিভিআই এক্সপ্রেস ডটকম (http://www.tviexpress.com/ )। তারা বলছে যে ইন্টারনেটের মাধ্যমে তারা লোকদেরকে ১৫,০০০ রুপীর বিনিময়ে সদস্য করবে এবং তারপর বিভিন্ন ট্রাভেল প্যাকেজ বিক্রি করতে হবে। এতে খারাপ কিছু নেই কিন্তু সমস্যাটা হচ্ছে শুধু আপনি সদস্য হলেই হবে না আপনাকে আরো দুইজন লোক আনতে হবে এবং তাদের দুইজনকে আবার দুইজন দুইজন করে লোক আনতে হবে।

তারা অনেক ধরণের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু যতটুকু দিচ্ছে তাতে মনে হচ্ছে এটিও একটি শেষ পর্যন্ত এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং ধরণের কিছু একটা হবে। এমএলএম ব্যবসার সমস্যার কিছু নেই কিন্তু মূল সমস্যাটাই হচ্ছে যে বাংলাদেশে অনেকেই বুঝতে চান না এমএলএম ব্যবসায় শেষ পর্যন্ত কখনোই খুব একটা লাভবান হওয়া সম্ভব নয়। যা করতে হবে আপনাকে আরো লোক আনতে হবে এবং সেই লোকরা যে টাকা দিচ্ছে কোম্পানি সেই টাকা থেকে আপনাকে দেওয়া হবে। টিভিআই এক্সপ্রেস হয়তো আরো কিছুদিন পরে বাংলাদেশে কিছু লোকের কাছে চলে যাবে।

ফেইসবুকের কল্যাণে এ ধরণের নেটওয়ার্কিং এখন আর কোনো সমস্যা নয়। শুধু একটা কথাই মনে রাখেন তা হচ্ছে ইন্টারনেটে টাকা আয় করা এতো সহজ নয় এবং যখনই কেউ বলবে ইন্টারনেটে টাকা সর্ট কাটে আয় করা যাবে তখনই মনে করবেন যে প্রতারণার সম্ভাবনা শতকরা ১০০ ভাগ। আমাই এই বিষয়ে জানলাম তাই শেয়ার করলাম। আপনার

শরিয়তের দৃষ্টিতে এমএলএম (MLM) ভিত্তিক ব্যবসা

UniPay2U - ইউনিপে টু ইউ বর্তমান সময়ের বাজ ওয়ার্ড। এমএলএম ভিত্তিক একটি ব্যবসা যারা সারা বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত। এছাড়াও বাংলাদেশে ডেস্টিনি২০০০, ইউনিপে টু ইউ, তিয়ান্স ইত্যাদি সহ আরো অনেক গুলো এমএলএম ভিত্তিক ব্যবসা চলমান। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের (যারা ধর্মীয় ভাবে সচেতন) অনেকের মধ্যে এই সব ব্যবসার ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গিতে গ্রহনযোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন অনুসন্ধিতসার জন্ম নিয়েছে যা অনেকেই ব্যক্তিগত ভাবে বিভিন্ন ভাবে সমাধান খুজতে চেয়েছেন এবং অনেকে অথবা কেঊ কেউ বিভিন্ন সমাধান পেয়েছেন।

আমি শরিয়তের দৃষ্টিতে এমএলএম ভিত্তিক ব্যবসার বাস্তবতা সংশ্লিষ্ট বাংলাদেশের বিশিষ্ট মুফতিয়ানে কেরামের সমন্বয়ে পরিচালিত গবেষণার ফলাফল লিখিত একটি বই হাতে পেয়েছিলাম, যা কারও কারও উপকারে আসতে পারে ভেবে ফোরামে শেয়ার করছি।

যেহেতু আমি ইসলামি শরিয়তের বিশেষজ্ঞ নই তাই, পরবর্তি পর্যায়ের আগ্রহী ব্যক্তিবর্গকে যে কোন সন্দেহ নিরসনের জন্য বইয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য সর্বপ্রথমে পরামর্শ দেওয়া যাচ্ছে।

তবে, হক্কানী আলেম সমাজের সংস্পর্শে থাকার সুযোগ থাকায়, এই রকম প্রশ্নের সঠিক সমাধান পেতে সহায়তা করার ইচ্ছা সব সময়ই রাখি।
পুরো বইটি ডাউনলোড করুন [url=http://hotfile.com/dl/82487869/6266d8d/MLM_Book.zip.html]হটফাইল-MLM_Book.zip[/url]

[url=http://pixelsartisan.com/files2download/MLM%20Book.zip]নিজ সার্ভারে-MLM_Book.zip[/url]
বই টি ফোরামে ছবি আকারে দেওয়ার ইচ্ছা থাকলেও ছবি হোস্টিং সাইটে আপলোডে সমস্যা হওয়ায় বর্তমানে শুধু হটফাইল ও আমার ডমেইন এর লিঙ্ক দেওয়া হল। ইদানিংয়ের মধ্যে অন্যান্য ফাইল হোষ্টিং এ দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে

স্পিকএশিয়ার সার্ভে ডলারের দু:শ্চিন্তা আমার উপর ছেড়ে দিন

টিউন করেছেন : মিতব্যয়ী | প্রকাশিত হয়েছে : 25 March, 2011 on 4:12 pm | 675 বার দেখা হয়েছে |

আপডেটঃ আমার এই টিউনটি যেকোন কারণেই হোক মডারেটরগণ পেন্ডিং করে রেখেছিলেন।তাদের কাছে আমি কৃতজ্ঞ যে সরাসরি ডিলেট না করে আমাকে পুনরায় টিউনটি পোস্ট করার পারমিশন দিয়েছেন।মডারেটরকে বলছি,যদি এই টিউনে সবার জন্যে ক্ষতিকর কিছু আছে বলে আপনার মনে হয় তাহলে আমাকে সরাসরি ইয়াহুতে নক করুন অথবা মেইল করুন।যদি সব টিউনারদের মনে হয় এই টিউনটি টিটির নীতিবিরুদ্ধ তাহলে আমাকে বলবেন।আমি নিজেই মডারেটরকে বলবো টিউনটি ডিলেট করে দেওয়ার জন্যে।

অফটপিকঃ এমনিতে কোন টিউনে কেউ কমেন্ট করলে সেটির নোটিফিকেশন টিটি থেকে অটোমেটিক মেইলে পাঠানো হয়।কিন্তু ইদানীং টেকটিউনস থেকে মাঝে মাঝে কমেন্ট করার পরেও মেইল আসে না,সুতরাং যোগাযোগ করতে বা মুল্য জানতে এইখানে কেউ কমেন্ট না করে সরাসরি মেইল করবেন বা ইয়াহুতে নক করবেন।

যাদের কাছে স্পিক এশিয়ার সার্ভের ডলার আছে(মানে সার্ভে প্যানেলে প্রচুর ডলার আছে),তারা ইন্ডিয়ান পিন বানিয়ে বিক্রয় করতে পারেন।কারণ আমাদের এইখানে আমলাতান্ত্রিক জটিলতা,রাজুর চুরি আর সবশেষে ইউনিপের কদিপয় অসাধু মানুষের জন্যে এখন আমাদের দেশে আমাদের উপার্জনের এই সুযোগ বন্ধ।আর অপর দিকে আমাদের প্রতিবেশী দেশের মানুষেরা কত ভালোভাবে উপার্জন করছে।হায়রে ডিজিটাল বাংলাদেশ ! সে যাই হোক আমি আপনাদের জন্যে কিছু উপকার করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখন সার্ভে থেকে ডলার প্যানেলে পাঠানো যায় না,তাই সার্ভের ডলার এখন পিন বানিয়ে বিক্রয় করা ছাড়া আর কিছুই করার নেয়।তাই যারা সার্ভের ডলার পিন বানিয়ে বিক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমি আপনাদের থেকে পিন কিনে নেবো।আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইয়াহুতে সরাসরি চ্যাট করতে পারেন।আমার ইয়াহু আইডি speakasia_dealer

আর মেইল করতে চাইলে speakasia.dealer@gmail.com এই ঠিকানায় মেইল করতে পারেন।ফোন নাম্বার ইচ্ছে করেই দিলাম না কারণ বেশির ভাগ মানুষ শুধু স্পিকএশিয়া কখন চালু হবে এই খবর জানার জন্যে কল করেন।তাদের জন্যে বলছি ভাই আমিও আপনাদের মতই সাধারণ মানুষ,আমার ইন্ডিয়াতে পরিচিত একজন থাকার কারণে আমি ডলার বিক্রয় করতে পারছি।আর স্পিকএশিয়া আদৌ চালু হবে কিনা সেই ব্যপারে আমি কিছুই জানি না।তাই দয়া করে কেউ এই ব্যাপারে মেইল করে কিছু জানতে চাইবেন না।আমি নিজে ব্যাবসা করছি আর সাথে আপনাদের অকেজো ডলার বিক্রয় করতে আপনাদের সাহায্যে করছি।দয়া করে কেউ এটিকে অন্য খাতে নেওয়া চেষ্টা করবেন না।মেইল করলে অবশ্যই আপনার কাছে কি পরিমান পিন বানানো আছে (অবশ্যই দেশ ইন্ডিয়া সিলেক্ট করতে হবে) আর যারা পিন বানাতে জানেন না তাদের একাউন্টে কি পরিমাণ সার্ভে ডলার আছে বিসদভাবে লিখবেন।আমি যত তাড়াতাড়ি পারি মেইলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করে এই অপ্রয়োজনীয় ব্যাবসায়িক টিউনটী শেষ করছি।

বিঃদ্রঃ যারা হাজার হাজার সার্ভে ডলার নিয়ে বসে আছেন তারা অন্তত জানেন এই বিশাল ইনভেষ্টের বিপরীতে এতগুলো ডলার একাউন্টে পরে থাকা কতখানি আক্ষেপের।আর একদম না পাওয়ার চেয়ে কিছু পাওয়াই তাদের কাছে বড় হয়ে দাড়ায়।তাই যারা এই টিউনের বিরুদ্ধে বলবেন তারা এই কথাগুলো একটু চিন্তা করবেন আশা করছি।

স্পিক এশিয়া অনলাইন বাংলাদেশ মিটআপ


বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে আমরা সব Speak Asia Online Bangladesh এর Panelist রা কি আবস্থায় আছি । সবার Account এ হাজার হাজার $ জমে আছে কিন্তু Cash করা যাচ্ছে না । Leader এর কাছে গেলে Leader বলে Company কিছু বলছে না , Company তে Support Call দিলে Reply আসে Government permission দিচ্ছে না আর Government বলে এসব Company ভুয়া । এরা সবাই এমন সব কারন দেখিয়ে নিজেদের র্কতব্য শেষ করে বসে আছে কিন্তু আমরা যারা লাখ লাখ টাকা এখানে Invest করে বসে আছি তাদের কি হবে ? Company যদি ভুয়া হয় তাহলে Government আগে কেন আমাদের কে কিছু জানায় নি ? প্রায় ১ লাখ গ্রাহক invest করার পর Government এর মনে হল Company ভুয়া ? আবার বিদেশের Bank এ Withdrawal দিলে ঔটা ও হচ্ছে না এর মানে Company clearance দিচ্ছে না । এভাবে একা একা কাজ করে আমরা কিছু করতে পারব না । সবাইকে এক হয়ে এর একটা কিছু করতে হবে । তাই আমরা কিছু Speak Asia Online Bangladesh এর Panelist রা একটা Meeting Arrange করতে যাচ্ছি । প্রয়োজন আপনাদের সহায়তা । আপনাদের পরিচিত যত Speak Asia Online Bangladesh এর Panelist আছে সবাইকে আমাদের Meeting এ Invite করুন । Meeting এর Time , Date এবং Location সবার সাথে Group এ আলোচনা করে ঠিক করা হবে । এ পোষ্টটি কপি করে Speak Asia এর সব Forum , Group , Fan page , Community Blog আর Public Web Site এ শেয়ার করে দিন এই Group Link সহ ।

Group এ জয়েন করতে এইখানে একটা খোচা মারুন :

http://www.facebook.com/home.php?sk=group_133104733429617

বি:দ: এই পোষ্ট এবং এই Meeting শুধুমাত্র Speak Asia Online Bangladesh এর Panelist দের জন্য সুতরাং যারা Speak Asia Online Bangladesh এর Panelist নয় তারা দয়াকরে কোন রকম বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন আমরা এমনিতে ই অনেক যামেলা তে আছি .

ভূমিকম্প কী ও কেন হয়?

ভূমিকম্প হলো ভূপৃষ্ঠে সংঘটিত আকস্মিক ও অস্থায়ী কম্পন। ভূ-অভ্যন্তরের শিলারাশিতে সঞ্চিত শক্তির আকস্মিক অবমুক্তির কারণে সৃষ্ট এই স্পন্দনের মাত্রা মৃদু কম্পন থেকে প্রচণ্ড ঘূর্ণনের মতো হতে পারে। এটি তরঙ্গগতির একধরনের শক্তি, যা সীমিত পরিসরে উদ্ভূত হয়ে ঘটনার উৎস থেকে সব দিকে ছড়িয়ে পড়ে।
সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত ভূমিকম্প স্থায়ী হয়। স্থলভাগের যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ সূচিত হয়, তাকে কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে স্পন্দন সব দিকে ছড়িয়ে পড়ে। প্রথম এটি কেন্দ্রের ঠিক ওপরের বিন্দু বরাবর ভূপৃষ্ঠে অনুভূত হয় যাকে উপকেন্দ্র (epicentre) বলে। এই উপকেন্দ্রেই ভূমিকম্পের প্রথম ঝাঁকি অনুভূত হয়। কেন্দ্রের গভীরতার ভিত্তিতে ভূমিকম্পকে অগভীর কেন্দ্র (০-৭০ কিলোমিটার), মাঝারি কেন্দ্র (৭০-৩০০ কিলোমিটার) ও গভীর কেন্দ্র (৩০০ কিলোমিটার) ইত্যাদি সংজ্ঞায় অভিহিত করা হয়।
বিভিন্ন কারণে ভূমিকম্প হয়। তবে প্রধানত এর কারণ দুটি। যেমন: ভূগাঠনিক ও অভূগাঠনিক।
বিশ্বে প্রায় সব ধ্বংসাত্মক ভূমিকম্প দুটি সুপরিচিত অঞ্চল বা বলয়ে উদ্ভূত হতে দেখা যায়। যেমন: দি সারকাম-প্যাসিফিক বেল্ট বা প্রশান্ত মহাসাগরীয় বলয় ও ভূমধ্যসাগরীয় হিমালয় ভূকম্পনীয় বলয়।
বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল হলেও এই কম্পনের প্রকৃতি ও মাত্রা সম্পর্কে ধ্যানধারণা খুবই অপ্রতুল। এ দেশে ভূমিকম্প অনুধাবনের প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায় না।
বাংলাদেশের ভেতরে ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বিগত ২৫০ বছরের ভূকম্পনের ইতিহাস পাওয়া যায়। ভূমিকম্পের রেকর্ড থেকে দেখা যায়, ১৯০০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে সংঘটিত হয়েছে, যার মধ্যে ৬৫টিরও বেশি আঘাত হেনেছে ১৯৬০ সালের পর। এ থেকে প্রতীয়মান হয় যে বিগত ৩০ বছরে ভূমিকম্পের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ উচ্চ ভূকম্পনশীল অঞ্চলগুলো দ্বারা পরিবেষ্টিত। এর মধ্যে রয়েছে উত্তরের হিমালয়ান আর্ক ও শিলং মালভূমি, পূর্বে বার্মিজ আর্ক ও আরাকান ইয়োমা ঊর্ধ্বভঙ্গধারা এবং উত্তর-পূর্বে জটিল নাগা ডিসাং হাফলং ঘাত অঞ্চল। ভূগাঠনিক দিক থেকে দুর্বল এসব অঞ্চল অববাহিকা এলাকার মধ্যে শিলা চলাচলের প্রয়োজনীয় স্থান সংকুলান করে বলে ধারণা করা হয়।

ইংরেজি’র সকল সমস্যার সমাধান নিয়ে চালু হলো “ইংলিশ গুরু”। এইবার ইংরেজি ভয় দূর করুন এক নিমিষে। এসএসসি, এইচএসসি, কলেজ ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, আইইএলটিএস, টয়ফেল সহ সব ধরনের নির্বা

ইংলিশ গুরু:

যারা পরীক্ষার আগে ইংরেজিতে পাশ করার জন্য গাদা গাদা বই পড়েন, তাদের জন্য আমার এই সাইট। এই সাইটে আপনারা ইংরেজি গ্রামার থেকে শুরু প্যারাগ্রাফ, রচনা, প্যাসেজ সবই পাবেন। এখানে বসে আপনি পড়তে পারবেন, চাইলে কপি করে আপনার পিসিতে নিয়ে প্রিন্টও করতে পারবেন। পাশাপাশি অনলাইনে এক্সাম দিয়ে যাচাই করতে

Thursday, September 15, 2011

আপনার ফেসবুক প্রোফাইলটি হোক সবার চাইতে আলাদা!!

শুভেচ্ছা সবাইকে। টেক টিউন্স এ এটা আমার প্রথম টিউন। আশা করি অনেকের ভালো লাগবে।

টেকটিউন এ আগে এই সংক্রান্ত একটা টিউন দেখেছিলাম। কিন্তু আমার মনে হয় তা অসমাপ্ত ছিল। তাই আজ তা সম্পূর্ণ করে দিলাম।

ফেসবুকের প্রোফাইল খুব সুন্দর করে সাজানোর একটা পদ্ধতি এটি।


যদি আপনার প্রোফাইলটি এমন দেখতে চান, তবে নিজের ধাপ গুলো অনুসরণ করুন।

১. http://www.facebook.com/pages/Profile-Maker/186733784684615 এই লিঙ্ক এ যান। (ফেসবুক এ লগ ইন করার পর)
২. পেইজটি লাইক করুন। পেইজের বাম দিকে MakeProfile এ ক্লিক করুন
৩. যে পেজটি আসবে, সেখানে Start Here নামে একটি বাটন দেখবেন। সেখানে ক্লিক করুন।
৪. Allow এর উইন্ডো আসতে পারে। আসলে Allow ক্লিক করুন।
৫. এর পর একটি কালো রঙের বক্স আসবে। বক্সের ১ নাম্বার এ (1. Upload a photo) তে ক্লিক করুন
৬. এর পর আপনি সুবিধা জনক সাইজের একটি ছবি আপলোড করুন। এবার ছবিটা নড়া চড়া করে ঠিক মত পজিশন ঠিক করুন। (এটা বাচ্চাদের কাজ। করতে মোটেও সমস্যা হবে না)
৭. কাজ হয়ে গেলে Save Album এ ক্লিক করুন। ছবিটি একটি Album এ স্প্লিট হয়ে সেইভ হবে। Album এ গিয়ে বড় ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করুন। ছোট ৫ টা ছবি ৫ -৪ -৩ -২ -১ এভাবে উলটো দিক থেকে আপনার নামে ট্যাগ করুন।
৮. সবশেষে আপনার প্রোফাইলে যান। দেখুন, কাজ হয়ে গেছে।

Tuesday, September 13, 2011

CNN’s Tea Party partnership: ‘odd’ at best, ‘unethical’ at worst


Handicapping how presidential candidates perform in debates is a tricky proposition. But in this case, the pundits agree: The co-hosts of Monday night's Republican debate--CNN and the Tea Party Express--made for "one of the oddest political matches in recent memory," "strange political bedfellows" not unlike "James Carville and Mary Matalin."
"After the 2010 elections, it was undeniable that the Tea Party movement within the Republican Party was a force, and that it was likely to help determine the outcome of the nomination," Sam Feist, CNN's Washington bureau chief, told the New York Times. "We decided that it makes sense for one of the debates to have a Tea Party connection, and that we were the right network to do it."
That decision put CNN on shaky ethical ground, author Scott Martelle argued:
A major cable network is teaming up with a political splinter group as an (apparent) equal partner in a televised event. CNN didn't team up with political progressives, who helped shape the 2008 presidential campaign, during that election cycle. Yet here it is proudly teaming up with the Tea Partiers (who, they keep telling us, aren't even an identifiable group, but a shared mindset). My guess is CNN is more interested in wresting viewers from Fox than in maintaining its own credibility.
That a cable news network "derided by conservatives as a mouthpiece of the political left" and the activist Tea Party would band together was "an unusual display of cooperation between the news media and some of its most hostile critics," the Times wrote.
Unusual in theory, and tricky, to put things mildly, in execution.
"The idea of a cable news network so reviled by the far political right coming together with its fiercest critics to host anything is completely ludicrous," Grace Wyler wrote on Business Insider. "Instead of remaking itself into a network of noble, cooperative centrists, CNN just looked like a sell-out, pandering to Tea Partiers and Tea Party haters in one fell swoop."
One problem was that Wolf Blitzer, the debate's moderator, never called out any of legions of false statements from either candidates or questioners.
"Blitzer ... totally lost control of the conversation by the end of the first segment, apparently thrown off by the rowdy crowd," Wyler wrote. "Plus, he kept having to rephrase audience-submitted queries like 'How will you get rid of illegals?' into something resembling actual policy questions."
Another excess that critics have called out was CNN's attempt to incorporate sports production values.
"Sweeping, swooshing graphics; audience cheers right out of ESPN's NFL draft coverage," Jeff Greenfield, former political analyst at CBS, ABC and CNN, wrote on Politico. "Bringing the candidates out one at a time, letting them introduce themselves the way NBC has the offenses and defenses do with quick taped intros. It was nearly 15 minutes before the first question was asked.
"It was a worthy effort from my old employer--the inventor of the magic wall and the holographic interview," Greenfield added. "But it wasn't enough. Anyone switching to 'Monday Night Football' could see in a few seconds that debate coverage has a long way to go before bringing genuinely eye-catching coverage to the presidential debate format."
"I get what CNN is doing," NBC political analyst Chuck Todd wrote on Twitter. "90 minute debate filling a 2-hour window ... find the excess where you can."
It also didn't help that CNN's Tea Party debate was scheduled less than a week after NBC's.
"Two debates in four days are almost as exhausting for political junkies at home as they are for the candidates," Walter Shapiro wrote in the New Republic.

যেভাবে চূড়ান্ত হবে ২০১৫ বিশ্বকাপের ১৪ দল

ক্রিকেট বিশ্বকাপে দল সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছিল মাঝে কিছুদিন। পরে সে চিন্তাটা বাদ দিয়েছে আইসিসি। ১৪টি দল মিলেই তাই হবে আগামী বিশ্বকাপ। তবে স্থায়ী সদস্য ১০টি দল ছাড়া বাকি চারটি জায়গার জন্য দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে সহযোগী ও অনুমোদিত সদস্য দলগুলোকে।
লন্ডনে গত পরশু হওয়া আইসিসির নির্বাহী সভার পর ডেভেলপমেন্ট কমিটি বাছাই পর্বের প্রক্রিয়াটা সম্পর্কে যে ধারণা দিয়েছে তা আপাতদৃষ্টিতে বেশ জটিল। আইসিসির সহযোগী ও অনুমোদিত সদস্যদের মধ্যে থেকে আটটি দল নিয়ে প্রথমে হবে ৫০ ওভারের একটি ডিভিশন-৮ ক্রিকেট লিগ। এখানে সহযোগী সদস্য ছয়টি দল ছাড়াও থাকবে এর দ্বিতীয় বিভাগের সেরা দুই দল। ডিভিশন-৮ ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ছয়টি দল আর পরের বিভাগের তৃতীয় ও চতুর্থ দল মিলে হবে বিশ্বকাপ বাছাই পর্ব ডিভিশন-২ ক্রিকেট লিগ। এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে বিশ্বকাপে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইসিসির এই নতুন বাছাই পর্ব প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন সহযোগী সদস্য আয়ারল্যান্ডের পেসার ট্রেন্ট জনস্টন। দুই ধাপের এই বাছাই পর্ব সবাইকে বিশ্বকাপে খেলার জন্য সমান সুযোগ করে দেবে বলে বিশ্বাস তাঁর, 'আমার মনে হয় আইসিসি সঠিক পদ্ধতিই বেছে নিয়েছে। লিগ পদ্ধতিতে বাছাই পর্ব হওয়া মানে যে কারো সম্ভাবনা থাকছে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার। এমনকি সেরা দুইয়ে আসতে না পারলেও পরের ধাপে আবার সুযোগ পাওয়া যাবে-এটাই সবচেয়ে ভালো দিক।'
বাছাই পর্বের এই লিগ দুটি কবে, কোথায় হবে সেটা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। তবে ডিসেম্বরে হতে যাওয়া পরবর্তী সভায় এ ব্যাপারে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে আইসিসির নির্বাহী কমিটি। ক্রিকইনফো

হুমায়ূন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত


জনপ্রিয় লেখক ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শরীরে ধরা পড়েছে ঘাতক ব্যাধি ক্যান্সার। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
লেখকের ঘনিষ্ঠজন ও তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে রুটিন মেডিক্যাল চেক-আপে হুমায়ূন আহমেদের কোলন ক্যান্সার হয়েছে বলে ধারণা করছেন ডাক্তাররা। চিকিৎসকদের পরামর্শে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে যেতে পারে_এ শঙ্কায় তাঁর এই রোগের বিষয়ে তেমন কিছু জানাতে চাননি তাঁর ঘনিষ্ঠজনরা।
নিউ ইয়র্কের ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত সোলান কেটারিং ক্যান্সার সেন্টারে তিনি ভর্তি হবেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে। কিছুদিন আগে ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার হয়েছে এ হাসপাতালে।
হুমায়ূন আহমেদের অতি ঘনিষ্ঠ এবং তাঁর প্রধান প্রকাশক পাক্ষিক পত্রিকা অন্যদিনের সম্পাদক এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চিকিৎসার জন্য তিনি আমেরিকার নিউ ইয়র্ক যাচ্ছেন। স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই সন্তান তাঁদের সঙ্গে যাচ্ছেন। তাঁদের সঙ্গে মাজহারুল ইসলাম নিজেও যাচ্ছেন বলে জানান তিনি।
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। এর পর থেকে তিনি নিয়মিত চেক-আপের জন্য সিঙ্গাপুর যেতেন। সম্প্রতি সেখানে গেলে চিকিৎসকরা হুমায়ূন আহমেদের কোলন ক্যান্সার হয়েছে বলে ধারণা করেন।
লেখকের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ূন আহমেদের শরীরে ক্যান্সার এখন চতুর্থ ধাপে রয়েছে। এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে।
অবসর প্রকাশনীর প্রধান নির্বাহী আলমগীর রহমান গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, 'হুমায়ূন আহমেদ অত্যন্ত সাহসী ও দৃঢ়চিত্তের মানুষ। শরীরে এত বড় রোগ নিয়েও তিনি খুব স্বাভাবিক রয়েছেন। নিয়ম করে লিখছেন, পড়ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন সবার কাছে_এ বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি।'
ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, চিত্র পরিচালক ও গীতিকার। তিনি বাংলা ভাষায় সর্বপ্রথম সায়েন্স ফিকশন লেখেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় আড়াই শ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক। অতুলনীয় জনপ্রিয়তা সত্ত্বেও তিনি নিভৃত জীবনযাপন করছেন। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে।

হিলটনকে নির্মাতা করন জোহরের না


চলচ্চিত্র-নির্মাতা করন জোহর তাঁর টক শো ‘কফি উইথ করন’-এ কথা বলতে চেয়েছিলেন বিখ্যাত ফ্যাশন আইকন প্যারিস হিলটনের সঙ্গে। জনপ্রিয় এ অনুষ্ঠানটিতে উঠে আসে তারকাদের ক্যারিয়ার, পরিকল্পনা, জীবনযাপনসহ নানা ব্যক্তিগত বিষয়। তারকাদের প্রশ্ন করার ব্যাপারে কোনো নিয়ম বেঁধে না দেওয়ার কারণে অনেক বিতর্কিত বিষয় নিয়েও কথা বলার সুযোগ পান করন জোহর। কিন্তু প্যারিস হিলটনের ব্যাপারে এসব নিয়ে বাধে বিপত্তি। তাঁর এজেন্ট প্রশ্ন করার ব্যাপারে বেঁধে দেন নানা শর্ত। অনেক জল ঘোলা হওয়ার পর করন প্যারিসকে মাদকের অপব্যবহার, জেলযাপনসহ কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না বলে মেনে নেন। এসবের পরও ভেস্তে যায় সব। টক শোটির কয়েকটি পর্ব দেখার পর এর জনপ্রিয়তা যাচাই করে মুগ্ধ হওয়া প্যারিসের মিডিয়া ম্যানেজার যখন অনুষ্ঠানটিতে আসার ব্যাপারে প্যারিসের আগ্রহ আছে বলে জানান ঠিক তখনই এজেন্টদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়ে প্যারিস হিলটনের সাক্ষাত্কার নেবেন না বলে জানিয়ে দেন করন জোহর। জানা যায়, করনের মান ভাঙিয়ে যত দ্রুত সম্ভব প্যারিসের মুখোমুখি করার সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠান-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পেলেন না শাকিব খান


এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের অভিনীত একটি ছবির প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পাননি শাকিব খান। ঈদের সর্বাধিক ছবির এ অভিনেতা নিজের একজন প্রতিনিধিকে ঈদের পর ‘একবার বলো ভালোবাসি’ ছবির প্রযোজকের কাছে পাঠান সেল রিপোর্টের জন্য, যা দেখে ছবিটি কেমন চলছে তা জানতে পারতেন শাকিব। কিন্তু প্রযোজক শাকিবের প্রতিনিধিকে সাফ জানিয়ে দেন, সেল রিপোর্ট দিতে পারবেন না তিনি।
জানা গেছে, ‘একবার বলো ভালোবাসি’ ছবির কাজ করতে গিয়ে ছবির প্রযোজক ফারুক ওমরকে এতটাই ভুগিয়েছেন শাকিব, যা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি ‘একবার বলো ভালোবাসি’ ছাড়াও আরও একটি ছবির জন্য শাকিবকে চুক্তিবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি পারিশ্রমিক বাবদ অগ্রিম টাকাও ফেরত নিয়ে নিয়েছেন ফারুক ওমর। এই প্রযোজকের ব্যানারে এ পর্যন্ত দুটি ছবি করেছেন শাকিব। প্রথমটি ছিল ‘বলবো কথা বাসর ঘরে’। ছবিটি মুক্তি পেয়েছিল আড়াই বছর আগে। দ্বিতীয়টি ‘একবার বলো ভালোবাসি’। ছবির প্রযোজককে উচ্চ পারিশ্রমিক নেয়ার পরও দুই বছর ক্রমাগত ভুগিয়েছেন শাকিব। শিডিউল নিয়ে নানা টালবাহানা তো রয়েছেই, তার ওপর কনভেন্সসহ আরও অনেক ভোগান্তি প্রযোজককে পোহাতে হয়েছে শাকিবের কারণে। ন্যাড়া হয়ে দ্বিতীয়বার আর বেলতলায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী প্রযোজক। ক্ষুব্ধ প্রযোজক শাকিবকে তাই ফিরিয়ে দিয়েছেন খালি হাতে। এদিকে শাকিবও ‘একবার বলো ভালোবাসি’ ছবির সফলতা নিয়ে কোথাও কোনো উচ্চবাচ্য করছেন না, যা আসলে প্রযোজকের টাকা ফিরিয়ে আনারই প্রতিক্রিয়া বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে প্রযোজক ফারুক ওমরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরমাণু শক্তিকেন্দ্র চালু করলো ইরান


ইরানের প্রথম পরমাণু শক্তিকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত সোমবার। বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত রাশিয়ার সহায়তায় নির্মিত বুশেহর নিউক্লিয়ার শক্তিকেন্দ্রটি গত সপ্তাহ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সেরগেই স্মাতকো এবং রাশিয়ার কেন্দ্রীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান সেরগেই কিরিয়েনকো উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিরিয়েনকো বলেন, এই ঘটনা প্রমাণ করে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান সত্ত্বেও রাশিয়া তার প্রতিশ্রুতি রেখেছে। উৎপাদনে আসা বুশেহর পরমাণু শক্তি কেন্দ্রের প্রথম ইউনিটটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। অবশ্য গত সপ্তাহেই এর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। বুশেহর শক্তিকেন্দ্রটি প্রাথমিকভাবে এর ৪০ শতাংশ ক্ষমতার ব্যবহার করবে। আর পুরো উৎপাদন প্রক্রিয়াটি দেখাশুনা করবে রাশিয়ার বিশেষজ্ঞরা। রাশিয়ার কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, চালু ইউনিটটি শতভাগ কার্যক্ষম হবে চলতি বছরের শেষ নাগাদ। জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের অনুমোদিত একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বুশেহর পরমাণু শক্তি কেন্দ্রটি পরিচালনা, জ্বালানি সরবরাহ ও জ্বালানির অবশেষ আগামী দুই অথবা তিন বছরের মধ্যে ফিরিয়ে নিয়ে যাবে রাশিয়া। তবে অবশেষে ইরানের হাতে এর পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেয়া হবে। বুশেহর পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণে সময় লেগেছে তিন দশকেরও বেশি। তবে ইউরোপ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে তা চালু করতে অনেক সময় নষ্ট হয়েছে। ওই শক্তিকেন্দ্র নির্মাণ সমাপ্ত করতে রাশিয়া ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে। তবে এর আগে ১৯৭৫ সালে একাধিক জার্মান কোম্পানি এর নির্মাণকাজ শুরু করেছিল .

বর্ষসেরা ক্রিকেটার ট্রট


স্পোর্টস ডেস্ক
ক্রিকেটারদের স্বীকৃতি দিতে আইসিসি প্রতি বছর সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি দিয়ে থাকে। মঙ্গলবার লন্ডনে ওই পুরস্কার রজনীতে তা জিতে নিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রট। আর তার সতীর্থ অ্যালিস্টার কুক জিতে নিয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খ্যাতি।
অবশ্য ট্রটের স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা আগেই ধারণা করা গিয়েছিল। কেননা মৌসুমে এতটা ফর্মে আর কোনো ব্যাটসম্যান ছিলেন না। এ মৌসুমে ১২ টেস্টে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চরিসহ ৬৫.১২ গড়ে ট্রট করেছেন ১০৪২ রান। আর ওয়ানডেতে ২৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.৩৬ গড়ে ১০৬৪ রান করেছেন। এমন দুর্দান্ত পারফরমেন্সে কুককে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন ট্রট। গত বছরের শিরোপাধারী শচিন টেন্ডুলকারের কাছ থেকে এ পুরস্কার হাতিয়ে নিলেন তিনি। পুরস্কার হাতে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ইংলিশ ব্যাটসম্যান বললেন, 'সফল একটি দলের অংশ হতে পারে অসাধারণ ব্যাপার। আমি কখনোই ভাবিনি এ পুরস্কার পাবো। আমার কাছে এটা একটা অসাধারণ অনুভূতি।' পুরস্কারের জন্য বিবেচিত সময় ইংল্যান্ডে ওয়ানডে অধিনায়ক কুক ১২ টেস্টে ৫৪.৭৪ গড়ে ১৩০২ রান করেছেন। সেরা ওয়ানডে খেলোয়াড়সহ দুটি পুরস্কার গেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে। এর আগে ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন রাহুল দ্রাবিড় (২০০৪), অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬ ও ২০০৭), শিবনারায়ণ চন্দরপল (২০০৮), মিচেল জনসন (২০০৯) ও শচিন টেন্ডুলকার (২০১০)। ক্রিকেটারদের মধ্যে একমাত্র কুমার সাঙ্গাকারা দুটি পুরস্কার পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ারের পাশাপাশি অনলাইন জরিপে পিপলস চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছেন এই শ্রীলঙ্কান। পুরস্কারের জন্য বিবেচিত সময়ের বেশিরভাগই টেস্টে ১ নম্বরে ছিল ভারত, বিশ্বকাপও জিতেছিল তারা। কিন্তু এ রজনীতে তাদের ভাগ্য সহায় হয়নি। ট্রেন্টব্রিজ টেস্টে ইয়ান বেলের বিপক্ষে আউটের আবেদন তুলে নেয়ায় স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে উদীয়মান তারকা হিসেবে ড্যারেন ব্রাভো, ওয়াহাব রিয়াজ ও আজহার আলীকে নির্বাচিত করেননি। তারা এ পুরস্কার তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশুকে। ২৫ বছর বয়সী বিশু নির্ধারিত সময়ের মধ্যে ৫ টেস্টে ২১ উইকেট ও ১১ ওয়ানডেতে ১৯ উইকেট নিয়েছেন। অকল্যান্ডে এক স্পেলে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ার স্বীকৃতিস্বরূপ নিউজিল্যান্ড সিমার টিম সাউদি টি-টোয়েন্টির বর্ষসেরা আন্তর্জাতিক পারফরমারের পুরস্কার জিতেছেন। অন্যদিকে টানা তিনবারের মতো বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আলিমদার। এক্ষেত্রে তার প্রতিপক্ষ ছিল স্টিভ ডেভিস, ইয়ান গোল্ড এবং পাঁচবারের সেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া সাইমন টাফেল। আর আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার স্টেফানি টেইলর। এছাড়া সহযোগী দেশগুলোর মধ্য থেকে টানা তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে আইসিসি অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাফিলিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ারে ভূষিত হয়েছেন। ক্রিকইনফো।

আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক ধোনি


গতকাল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। এবারও দলে নেতৃত্বে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমান সময়টা ভালো যাচ্ছে না ক্যাপ্টেনকুল ধোনির। ইংল্যান্ডে একের পর এক ম্যাচে হেরেই চলেছে তার দল। টেস্টের পর ওয়ানডে সিরিজেও একই হাল। আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার কিছুটা সান্ত্বনা পেতে পারেন এই ভারতীয় অধিনায়ক। গতকাল লন্ডনে এলজি আইসিসি প্রদান অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো ধোনির নাম ঘোষণা করা হয়। আইসিসি বর্ষসেরা দলে সেরা একাদশে এবার স্থান পেয়েছেন ভারতীয় মোট চার ক্রিকেটার। ধোনির সঙ্গে রয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগ, মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং ও বিধ্বংসী বোলার জহির খান। তবে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর নির্বাচিত হলেও সেরা একাদশে জায়গা পাননি তারা। বর্ষসেরা দলে সেরা একাদশে রয়েছেন শ্রীলঙ্কান দুই ক্রিকেটার তিলকারত্মে দিলশান ও কুমারা সাঙ্গাকারা। দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ান সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়া সেরা একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান, পাকিস্তানি বোলার উমর গুল। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে ছয়টি দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আইসিসির বর্ষসেরা দল নির্বাচন করা হয়েছে বলে জানান আইসিসির সিলেকশন প্যানেলের চেয়ারম্যান ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েড।
আইসিসির বর্ষসেরা দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও কিপার), তিলকারত্নে দিলশান, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, যুবরাজ সিং, গ্রায়েম সোয়ান, উমর গুল, ডেল স্টেইন, জহির খান। দ্বাদশ খেলোয়াড়- লাসিথ মালিঙ্গা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য

এটা আমার প্রথম টিউন। এর আগে আমি কখনো টেকটিউনে লিখালিখি করি নাই। তাই ভুল হওয়া অতি স্বাভাবিক। যাই হোক, এবার মূল কথায় আসি।

আপনাদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যের জন্য website address এর প্রয়োজন হয়। অনেকেরই সকল বিশ্ববিদ্যালয়ের
website address জানা নেই। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের website address নিচের লিঙ্কে পাবেন।


Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU)
www.bsmrau.edu.bd/
Bangladesh Agricultural University (BAU)
www.bau.edu.bd/
Bangabandhu Sheikh Mujib Medical University
www.bsmmu.org/index.htm
Bangladesh University of Professionals
www.bup.edu.bd/
Bangladesh University of Textiles
www.butex.edu.bd/
Begum Rokeya University
www.brur.ac.bd
BUET
www.buet.ac.bd
Chittagong University
www.cu.ac.bd

Comilla University
www.cou.ac.bd/
CUET
www.cuet.ac.bd/
Dhaka University
www.univdhaka.edu

Dhaka University of Engineering & Technology,
www.duet.ac.bd/
Hajee Mohammad Danesh Science and Technology University
www.hstu.ac.bd/
Islamic University
iubd.net/
Jagannath University
www.jnu.ac.bd/
Jahangirnagar University
www.juniv.edu
Jatiya Kabi Kazi Nazrul Islam university
www.jkkniu.edu.bd/
Jessore Science and Technology University
www.jstu.edu.bd/
Khulna University
www.khulna-university.org
KUET
www.kuet.ac.bd/
Mawlana Bhashani Science and Technology University
mbstu.ac.bd/index.html
National university
www.nu.edu.bd
U can take a tour of NU
Noakhali Science and Technology University (NSTU)
www.nstu.edu.bd/
pabna university of science and technology
www.pust.ac.bd/
Patuakhali Science and Technology University (PSTU)
www.pstu.ac.bd/
Rajshahi University
www.ru.ac.bd
RUET
www.ruet.ac.bd/
Shahjalal University of Science & Technology (SUST)
www.sust.edu/
Sher-e-Bangla Agricultural University
www.sau.edu.bd/
Sylhet Agricultural University
www.sylhetagrivarsity.edu.bd/
Private University

Begum Gulchemonara Trust University
bgctub-edu.com/sub_menu.php?id2=37
East Delta University
www.eastdelta.edu.bd/
International Islamic University, Chittagong
www.iiuc.ac.bd/
Premier University, Chittagong
www.puc.ac.bd/
Southern University, Bangladesh
www.southern-bd.info/
University of Science and Technology, Chittagong
www.ustc.edu.bd/
Ahsanullah University of Science and Technology
www.aust.edu/
American International University-Bangladesh
www.aiub.edu/
Asian University of Bangladesh (AUB)
www.aub-bd.org/index.php
ASA University Bangladesh
www.asaub.edu.bd/
Atish Dipankar University of Science and Technology
www.atishdipankaruniversity.edu.bd/
Bangladesh University
www.bangladeshuniversity.edu.bd/
Bangladesh University of Business & Technology
www.bubt.edu.bd/
BRAC University
www.bracu.ac.bd/
Central Women's University
www.cwu-bd.net/
City University,Bangladesh
www.cityuniversity.edu.bd/
Daffodil International University
www.daffodilvarsity.edu.bd/
Darul Ihsan University
www.diu.ac.bd/
Dhaka International University
www.diu.net.bd/
Eastern University
www.easternuni.edu.bd/
East West University
www.ewubd.edu/
Gono University
www.gkbd.org/link/education/gb.htm
Green University of Bangladesh
www.green.edu.bd/
IBAIS University
www.ibais.edu/
Independent University
www.iub.edu.bd/
International University of Business Agriculture and Technology(IUBAT)
www.iubat.edu/
Manarat International University
www.manarat.ac.bd/
Northern University Bangladesh
www.nub.ac.bd/
North South University
www.northsouth.edu/
The People's University of Bangladesh
www.pub.ac.bd/
Bangladesh Islami University
www.biu.ac.bd/
Presidency University
www.presidency.edu.bd/
Prime University
www.primeuniversity.edu.bd/
Queens University
www.queensuniversity.edu.bd/
Royal University of Dhaka
www.royal.edu.bd/
Shanto-Mariam University of Creative Technology
www.smuct.edu.bd/
Asian University for Women
www.asian-university.org/
SOUTH EAST UNIVERSITY
www.seu.ac.bd/
Stamford University Bangladesh
www.stamforduniversity.edu.bd/
State University of Bangladesh
www.sub.edu.bd/
The University of Asia Pacific
uap-bd.edu/index.html
United International University
www.uiubd.com/
Islamic University of Technology
www.iutoic-dhaka.edu/
Leading University
www.lus.ac.bd/
Metropolitan University, Sylhet
www.metrouni.edu.bd/
Pundra University of Science and Technology
www.pustbogra.com/
State University of Bangladesh
www.sub.edu.bd/
Sylhet International University
www.siubd.com
University Of Development Alternative (UODA)
www.uoda.edu.bd/
University of South Asia, Bangladesh
www.unisa.ac.bd/
University of Liberal Arts Bangladesh
www.ulab.edu.bd/
University of Information Technology & Science (UITS)
www.uits-bd.org/
Uttara University
www.uttarauniversity.edu.bd/
Victoria University of Bangladesh
www.vub.edu.bd
World University of Bangladesh
www.wub.edu

Facebook থেকে ফ্রি sms পাঠান এবং call করুন

আমি আপনাদের সাথে শেয়র করব কিভাবে Facebook থেকে ফ্রি sms পাঠাবেন এবং কল করবেন ।

এজন্য প্রথমে এখানে ক্লিক করুন

১.....Facebook এ তারপর সাইন ইন করুন।

২.....allow করুন

৩....country থেকে বাংলাদেশ নির্বাচন করুন ।

৪....mobile number লিখুন । ( ০ বাদ দিয়ে)

৫....Add Recipient এ ক্লিক করুন ।

৬....তারপর আপনার Messages লিখে sendএ ক্লিক করুন । ****complete****

Facebook থেকে ফ্রি কল করার জন্য http://apps.facebook.com/ulolproject/

2 more site http://www.uthsms.net

http://www.websmsonline.com/

Sunday, September 11, 2011

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও শেয়ারিং এর ৯ টি সেরা সফটওয়্যার

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল করার ৮টি সেরা সফটওয়্যার দেয়া হল। এগুলোর মধ্যে আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ডাউন লোড করে আন লিমিডেট কথা বলুন।
সফটওয়্যার গুলো ব্যবাহারের নিয়ম:
১) যার সাথে কথা বলবেন তার মোবাইলেও এই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। ২) উভয়ের ইউজার পরস্পরে ফ্রেন্ড লিস্টে এড থাকতে হবে।
৩) উভয় পক্ষে নেট থাকতে হবে। তাছাড়া প্রত্যেকটির ওয়েব সাইটে সেগুলো ব্যাবহারের বিস্তারিত নিয়ম-কানুন লিখা আছে।
যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকেন। তাদের জন্য এ পদ্ধতিতে কথা বলা খুবই লাভ জনক। কারণ, বিদেশ থেকে কল করতে অনেক পয়সা ব্যায় করতে হয়। কিন্তু এখানে উভয় পক্ষে সামান্য পয়সা খরচ করে ইন্টারনেট প্যাকেজ কিনে যত খুশি কথা বলা যায়। কোনটিতে চ্যাটিং এবং কোনটিতে ছবি, ভিডিও,অডিও ইত্যাদি শেয়ার করে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হয়।
১. ফ্রিং: আন লিমিটেড কল, (৩জি বা ওয়াইফাই থাকলে) ভিডিও কল, চ্যাটিং, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারে কল। ইয়াহু কল এখনো সাপোর্ট করে না। sip call সাপোর্ট।

ডাউনলোড
২. নিমবাজ: আন লিমিটেড কল, চ্যাট, চ্যাট রুম, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। yahoo সহ gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারগুলোতে কল। sip call সাপোর্ট।

ডাউন লোড
৩. স্কায়পী: আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং।

ডাউনলোড
৪. টকোনাউট: আন লিমিটেড কল ও চ্যাট।

ডাউনলোড
৫. বারা ব্লু: আন লিমিটেড কল ও চ্যাট। মোবাইল টু পিসি ভিডিও কল সাপোর্ট।

ডাউনলোড

৬. মোকল: আন লিমিটেড কল।

ডাউনলোড...
৭. গিজমো ফাইভ: আন লিমিটেড কল।

ডাউনলোড
অথবা এখানে...
৮. টেল ফ্রি: আন লিমিটেড কল, চ্যাট, এস এম এস ও ইমেইল।
ডাউনলোড.
৯. টিভি ফোন: আন লিমিটেড কল ও চ্যাট। ৩জি থাকলে আন লিমিটেড ভিডিও কল

ডাউনলোড
সবার জন্য রইল আন্তরিক কল্যাণ কামনা।

Tuesday, September 6, 2011

চলেন এইবার নেট থেকে কিভাবে ফ্রী কল করা যায় সেইটা হ্যাক করি

নেট থেকে ফ্রী কল করার পদ্ধতিঃ
প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন এখান থেকে। যদি java না থাকে তাহলে পাবেন এখানে।
ফুল ডাউনলোড করার পর ইন্সটল করুন।
এখন রেজিস্ট্রেশন করুন।


তারপর মেইল থেকে কনফার্ম করার পর আপনি $ 0.10 ফ্রী ক্রেডিট পাবেন।
এখন লগ ইন করুন।


ফোনের আইকনে ক্লিক করেন।


এখন এখান থেকে cheat engine ডাউনলোড করেন।
এটা ওপেন করে process এ ক্লিক করেন।


তারপর window list এ ক্লিক করেন।


এখন friend caller সিলেক্ট করে ওপেন করেন।


আপনি যার কাছে কল করবেন তার নাম্বার টাইপ করে রাখেন।


কল করার বাটনে ক্লিক করার পর দেখবেন কল হচ্ছে।


এই অবস্থায় cheat engine ওপেন করে Enable speedhack এ টিক দিয়ে স্পিড 0.00 করে দিয়ে Apply তে ক্লিক করেন।


এখন সময় স্থির হয়ে গিয়েছে। অনেক্ষন কথা বলার পরেও দেখবেন মাত্র 0.02 কেটেছে। এভাবে ফ্রী কল করে যান।
যখন ব্যালেন্স ফুল শেষ হয়ে যাবে তখন IP পরিবর্তন করে আবার প্রথম থেকে সব করে নতুন আইডি করে ব্যালেন্স বাড়ান।

আর হ্যা অবশ্যয়ই cheat engine এর কাজটা ভাল মতো করতে হবে। নাহলে এক মিনিট কথা বলার পর বন্ধুকে আল-বিদা জানাতে হবে।

আশা করি আপনাদের কাজে এসেছে।
ধন্যবাদ সবাইকে।

বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”, এবার প্রযুক্তির সকল কিছুই জানুন বাংলাতে !

প্রথমেই বলি, পুরো তিন লেগেছে এই টিউন লিখতে ! যাই হোক, অনেক দিন পর আবারো টেকটিউন্সে । ববাবরের মত এটাও মেগাটিউন ।

বাংলা সাইটগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে । এর লক্ষে প্রতিদিন নতুন নতুন সাইট তৈরি হচ্ছে । বাংলাতে নতুন সাইটগুলো ব্লগসাইট, টিপস-ট্রিকস ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকছে । তাই দিতে চেয়েছিলাম নতুন এবং ভিন্ন কিছু । সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে http://www.technologybasic.com । এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।
ইন্টারনেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
হার্ডওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
সফটওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
টেকনিক্যাল টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
ফাইল ফরমেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
বিট এবং বাইট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e