Sunday, September 18, 2011

ম্যারাডোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ!


কয়েক দিন আগে আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছিলেন ম্যারাডোনা। এবার ঘুষ কেলেঙ্কারিতে নিজেই জড়িয়ে পড়লেন। তার সাবেক প্রাইভেট সেক্রেটারি গ্যাব্রিয়েল বুনো বলেছেন, ম্যারাডোনাও ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, ‘আপনি যদি ঘুষ কেলেঙ্কারি গভীরে কাউকে খুঁজতে যান তাহলে ম্যারাডোনাই হবেন প্রথম ব্যক্তি। আমার কাছে এর সব প্রমাণ আছে।’ তবে গ্যাব্রিয়েলের অভিযোগ নিয়ে ম্যারাডোনা এখনও মুখ খোলেননি। আর্জেন্টিনা বিশ্বকাপ মিশনে বাতিস্তা-ম্যারাডোনা দু’জনই কোচ হিসেবে কাজ করেছেন। বাতিস্তার আগে ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। বর্তমানে তিনি আরব আমিরাতের আল ওয়াসল নামের একটি ক্লাবে কোচ হিসেবে কাজ করছেন। ম্যারাডোনার পর বাতিস্তা আর্জেন্টাইন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার কারণে চাকরি চলে যায় বাতিস্তার। গত বৃহস্পতিবার ম্যারাডোনা বাতিস্তার বিরুদ্ধে খেলোয়াড়দের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন। আর তার এমন অভিযোগের জবাবে উপযুক্ত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন বাতিস্তা। ম্যারাডোনা অভিযোগ করেন, দলে জায়গা পেতে খেলোয়াড়রা ঘুষ দিয়েছিল বাতিস্তাকে। কিন্তু বাতিস্তা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘আমার আইনজীবীকে আমি এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি। এসব অভিযোগে আমি ক্লান্ত। আমি সমালোচনা সইতে রাজি। কিন্তু এসব সীমা ছাড়িয়ে যাওয়া কথা।’

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis

e