Tuesday, September 13, 2011

যেভাবে চূড়ান্ত হবে ২০১৫ বিশ্বকাপের ১৪ দল

ক্রিকেট বিশ্বকাপে দল সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছিল মাঝে কিছুদিন। পরে সে চিন্তাটা বাদ দিয়েছে আইসিসি। ১৪টি দল মিলেই তাই হবে আগামী বিশ্বকাপ। তবে স্থায়ী সদস্য ১০টি দল ছাড়া বাকি চারটি জায়গার জন্য দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে সহযোগী ও অনুমোদিত সদস্য দলগুলোকে।
লন্ডনে গত পরশু হওয়া আইসিসির নির্বাহী সভার পর ডেভেলপমেন্ট কমিটি বাছাই পর্বের প্রক্রিয়াটা সম্পর্কে যে ধারণা দিয়েছে তা আপাতদৃষ্টিতে বেশ জটিল। আইসিসির সহযোগী ও অনুমোদিত সদস্যদের মধ্যে থেকে আটটি দল নিয়ে প্রথমে হবে ৫০ ওভারের একটি ডিভিশন-৮ ক্রিকেট লিগ। এখানে সহযোগী সদস্য ছয়টি দল ছাড়াও থাকবে এর দ্বিতীয় বিভাগের সেরা দুই দল। ডিভিশন-৮ ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ছয়টি দল আর পরের বিভাগের তৃতীয় ও চতুর্থ দল মিলে হবে বিশ্বকাপ বাছাই পর্ব ডিভিশন-২ ক্রিকেট লিগ। এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে বিশ্বকাপে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইসিসির এই নতুন বাছাই পর্ব প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন সহযোগী সদস্য আয়ারল্যান্ডের পেসার ট্রেন্ট জনস্টন। দুই ধাপের এই বাছাই পর্ব সবাইকে বিশ্বকাপে খেলার জন্য সমান সুযোগ করে দেবে বলে বিশ্বাস তাঁর, 'আমার মনে হয় আইসিসি সঠিক পদ্ধতিই বেছে নিয়েছে। লিগ পদ্ধতিতে বাছাই পর্ব হওয়া মানে যে কারো সম্ভাবনা থাকছে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার। এমনকি সেরা দুইয়ে আসতে না পারলেও পরের ধাপে আবার সুযোগ পাওয়া যাবে-এটাই সবচেয়ে ভালো দিক।'
বাছাই পর্বের এই লিগ দুটি কবে, কোথায় হবে সেটা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। তবে ডিসেম্বরে হতে যাওয়া পরবর্তী সভায় এ ব্যাপারে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে আইসিসির নির্বাহী কমিটি। ক্রিকইনফো

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e