Tuesday, September 13, 2011

হিলটনকে নির্মাতা করন জোহরের না


চলচ্চিত্র-নির্মাতা করন জোহর তাঁর টক শো ‘কফি উইথ করন’-এ কথা বলতে চেয়েছিলেন বিখ্যাত ফ্যাশন আইকন প্যারিস হিলটনের সঙ্গে। জনপ্রিয় এ অনুষ্ঠানটিতে উঠে আসে তারকাদের ক্যারিয়ার, পরিকল্পনা, জীবনযাপনসহ নানা ব্যক্তিগত বিষয়। তারকাদের প্রশ্ন করার ব্যাপারে কোনো নিয়ম বেঁধে না দেওয়ার কারণে অনেক বিতর্কিত বিষয় নিয়েও কথা বলার সুযোগ পান করন জোহর। কিন্তু প্যারিস হিলটনের ব্যাপারে এসব নিয়ে বাধে বিপত্তি। তাঁর এজেন্ট প্রশ্ন করার ব্যাপারে বেঁধে দেন নানা শর্ত। অনেক জল ঘোলা হওয়ার পর করন প্যারিসকে মাদকের অপব্যবহার, জেলযাপনসহ কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না বলে মেনে নেন। এসবের পরও ভেস্তে যায় সব। টক শোটির কয়েকটি পর্ব দেখার পর এর জনপ্রিয়তা যাচাই করে মুগ্ধ হওয়া প্যারিসের মিডিয়া ম্যানেজার যখন অনুষ্ঠানটিতে আসার ব্যাপারে প্যারিসের আগ্রহ আছে বলে জানান ঠিক তখনই এজেন্টদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়ে প্যারিস হিলটনের সাক্ষাত্কার নেবেন না বলে জানিয়ে দেন করন জোহর। জানা যায়, করনের মান ভাঙিয়ে যত দ্রুত সম্ভব প্যারিসের মুখোমুখি করার সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠান-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e