Tuesday, September 13, 2011

প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পেলেন না শাকিব খান


এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের অভিনীত একটি ছবির প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পাননি শাকিব খান। ঈদের সর্বাধিক ছবির এ অভিনেতা নিজের একজন প্রতিনিধিকে ঈদের পর ‘একবার বলো ভালোবাসি’ ছবির প্রযোজকের কাছে পাঠান সেল রিপোর্টের জন্য, যা দেখে ছবিটি কেমন চলছে তা জানতে পারতেন শাকিব। কিন্তু প্রযোজক শাকিবের প্রতিনিধিকে সাফ জানিয়ে দেন, সেল রিপোর্ট দিতে পারবেন না তিনি।
জানা গেছে, ‘একবার বলো ভালোবাসি’ ছবির কাজ করতে গিয়ে ছবির প্রযোজক ফারুক ওমরকে এতটাই ভুগিয়েছেন শাকিব, যা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি ‘একবার বলো ভালোবাসি’ ছাড়াও আরও একটি ছবির জন্য শাকিবকে চুক্তিবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি পারিশ্রমিক বাবদ অগ্রিম টাকাও ফেরত নিয়ে নিয়েছেন ফারুক ওমর। এই প্রযোজকের ব্যানারে এ পর্যন্ত দুটি ছবি করেছেন শাকিব। প্রথমটি ছিল ‘বলবো কথা বাসর ঘরে’। ছবিটি মুক্তি পেয়েছিল আড়াই বছর আগে। দ্বিতীয়টি ‘একবার বলো ভালোবাসি’। ছবির প্রযোজককে উচ্চ পারিশ্রমিক নেয়ার পরও দুই বছর ক্রমাগত ভুগিয়েছেন শাকিব। শিডিউল নিয়ে নানা টালবাহানা তো রয়েছেই, তার ওপর কনভেন্সসহ আরও অনেক ভোগান্তি প্রযোজককে পোহাতে হয়েছে শাকিবের কারণে। ন্যাড়া হয়ে দ্বিতীয়বার আর বেলতলায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী প্রযোজক। ক্ষুব্ধ প্রযোজক শাকিবকে তাই ফিরিয়ে দিয়েছেন খালি হাতে। এদিকে শাকিবও ‘একবার বলো ভালোবাসি’ ছবির সফলতা নিয়ে কোথাও কোনো উচ্চবাচ্য করছেন না, যা আসলে প্রযোজকের টাকা ফিরিয়ে আনারই প্রতিক্রিয়া বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে প্রযোজক ফারুক ওমরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e