Sunday, September 18, 2011

জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন দেবে ভারত

জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেয়ার কথা জানিয়ে দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভারত তাদের সমর্থনের বিষয়টি তুলে ধরবে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই এ কথা জানান। রঞ্জন মাথাই বলেন, জাতিসংঘের সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদনে ভারত সমর্থন করবে। এ ছাড়া ১৯৮৮ সালের নভেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। ভারতের দ্য হিন্দুর অনলাইনের খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পর ভারতের পক্ষ থেকে সমর্থনের বিষয়টি জানানো হলো। মাহমুদ আব্বাস বলেছেন, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের জন্য আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে আবেদন করা হবে। আর এ দাবি আমাদের বৈধ অধিকার। অবশ্য ওয়াশিংটন বলেছে, ফিলিস্তিনের এ পদক্ষেপ 'হিতে বিপরীত ফল' বয়ে আনতে পারে। জাতিসংঘের পূর্ণ সমর্থন পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন লাগবে। শুরু থেকেই প্রস্তাবের বিরোধিতা করে আসছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। গত জুন মাসে মার্কিন সিনেটে এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হয়। প্রস্তাবটিতে জাতিসংঘে ফিলিস্তিনের প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো দেয়ার কথা বলা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, ফিলিস্তিনির সদস্য পদ নিয়ে ভোটাভুটি হলে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে দেয়া অর্থের সরবরাহ বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্র প্রতি বছর জাতিসংঘকে ৫০ কোটি ডলার অর্থ দিয়ে থাকে।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e