Tuesday, September 13, 2011

আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক ধোনি


গতকাল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। এবারও দলে নেতৃত্বে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমান সময়টা ভালো যাচ্ছে না ক্যাপ্টেনকুল ধোনির। ইংল্যান্ডে একের পর এক ম্যাচে হেরেই চলেছে তার দল। টেস্টের পর ওয়ানডে সিরিজেও একই হাল। আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার কিছুটা সান্ত্বনা পেতে পারেন এই ভারতীয় অধিনায়ক। গতকাল লন্ডনে এলজি আইসিসি প্রদান অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো ধোনির নাম ঘোষণা করা হয়। আইসিসি বর্ষসেরা দলে সেরা একাদশে এবার স্থান পেয়েছেন ভারতীয় মোট চার ক্রিকেটার। ধোনির সঙ্গে রয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগ, মিডল অর্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং ও বিধ্বংসী বোলার জহির খান। তবে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর নির্বাচিত হলেও সেরা একাদশে জায়গা পাননি তারা। বর্ষসেরা দলে সেরা একাদশে রয়েছেন শ্রীলঙ্কান দুই ক্রিকেটার তিলকারত্মে দিলশান ও কুমারা সাঙ্গাকারা। দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ান সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। এছাড়া সেরা একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান, পাকিস্তানি বোলার উমর গুল। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে ছয়টি দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আইসিসির বর্ষসেরা দল নির্বাচন করা হয়েছে বলে জানান আইসিসির সিলেকশন প্যানেলের চেয়ারম্যান ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েড।
আইসিসির বর্ষসেরা দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও কিপার), তিলকারত্নে দিলশান, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, যুবরাজ সিং, গ্রায়েম সোয়ান, উমর গুল, ডেল স্টেইন, জহির খান। দ্বাদশ খেলোয়াড়- লাসিথ মালিঙ্গা।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e