Tuesday, September 6, 2011

বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”, এবার প্রযুক্তির সকল কিছুই জানুন বাংলাতে !

প্রথমেই বলি, পুরো তিন লেগেছে এই টিউন লিখতে ! যাই হোক, অনেক দিন পর আবারো টেকটিউন্সে । ববাবরের মত এটাও মেগাটিউন ।

বাংলা সাইটগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে । এর লক্ষে প্রতিদিন নতুন নতুন সাইট তৈরি হচ্ছে । বাংলাতে নতুন সাইটগুলো ব্লগসাইট, টিপস-ট্রিকস ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকছে । তাই দিতে চেয়েছিলাম নতুন এবং ভিন্ন কিছু । সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে http://www.technologybasic.com । এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।
ইন্টারনেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
হার্ডওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
সফটওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
টেকনিক্যাল টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
ফাইল ফরমেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
বিট এবং বাইট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e