Tuesday, September 13, 2011
বর্ষসেরা ক্রিকেটার ট্রট
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটারদের স্বীকৃতি দিতে আইসিসি প্রতি বছর সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি দিয়ে থাকে। মঙ্গলবার লন্ডনে ওই পুরস্কার রজনীতে তা জিতে নিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রট। আর তার সতীর্থ অ্যালিস্টার কুক জিতে নিয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খ্যাতি।
অবশ্য ট্রটের স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা আগেই ধারণা করা গিয়েছিল। কেননা মৌসুমে এতটা ফর্মে আর কোনো ব্যাটসম্যান ছিলেন না। এ মৌসুমে ১২ টেস্টে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চরিসহ ৬৫.১২ গড়ে ট্রট করেছেন ১০৪২ রান। আর ওয়ানডেতে ২৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.৩৬ গড়ে ১০৬৪ রান করেছেন। এমন দুর্দান্ত পারফরমেন্সে কুককে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন ট্রট। গত বছরের শিরোপাধারী শচিন টেন্ডুলকারের কাছ থেকে এ পুরস্কার হাতিয়ে নিলেন তিনি। পুরস্কার হাতে নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ইংলিশ ব্যাটসম্যান বললেন, 'সফল একটি দলের অংশ হতে পারে অসাধারণ ব্যাপার। আমি কখনোই ভাবিনি এ পুরস্কার পাবো। আমার কাছে এটা একটা অসাধারণ অনুভূতি।' পুরস্কারের জন্য বিবেচিত সময় ইংল্যান্ডে ওয়ানডে অধিনায়ক কুক ১২ টেস্টে ৫৪.৭৪ গড়ে ১৩০২ রান করেছেন। সেরা ওয়ানডে খেলোয়াড়সহ দুটি পুরস্কার গেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে। এর আগে ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন রাহুল দ্রাবিড় (২০০৪), অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬ ও ২০০৭), শিবনারায়ণ চন্দরপল (২০০৮), মিচেল জনসন (২০০৯) ও শচিন টেন্ডুলকার (২০১০)। ক্রিকেটারদের মধ্যে একমাত্র কুমার সাঙ্গাকারা দুটি পুরস্কার পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ারের পাশাপাশি অনলাইন জরিপে পিপলস চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছেন এই শ্রীলঙ্কান। পুরস্কারের জন্য বিবেচিত সময়ের বেশিরভাগই টেস্টে ১ নম্বরে ছিল ভারত, বিশ্বকাপও জিতেছিল তারা। কিন্তু এ রজনীতে তাদের ভাগ্য সহায় হয়নি। ট্রেন্টব্রিজ টেস্টে ইয়ান বেলের বিপক্ষে আউটের আবেদন তুলে নেয়ায় স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে উদীয়মান তারকা হিসেবে ড্যারেন ব্রাভো, ওয়াহাব রিয়াজ ও আজহার আলীকে নির্বাচিত করেননি। তারা এ পুরস্কার তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশুকে। ২৫ বছর বয়সী বিশু নির্ধারিত সময়ের মধ্যে ৫ টেস্টে ২১ উইকেট ও ১১ ওয়ানডেতে ১৯ উইকেট নিয়েছেন। অকল্যান্ডে এক স্পেলে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ার স্বীকৃতিস্বরূপ নিউজিল্যান্ড সিমার টিম সাউদি টি-টোয়েন্টির বর্ষসেরা আন্তর্জাতিক পারফরমারের পুরস্কার জিতেছেন। অন্যদিকে টানা তিনবারের মতো বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আলিমদার। এক্ষেত্রে তার প্রতিপক্ষ ছিল স্টিভ ডেভিস, ইয়ান গোল্ড এবং পাঁচবারের সেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া সাইমন টাফেল। আর আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার স্টেফানি টেইলর। এছাড়া সহযোগী দেশগুলোর মধ্য থেকে টানা তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে আইসিসি অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাফিলিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ারে ভূষিত হয়েছেন। ক্রিকইনফো।
Subscribe to:
Post Comments (Atom)
form
Powered byEMF Online Form Builder
Blog Archive
-
▼
2011
(64)
-
▼
9
(23)
- ভুমিকম্প একটি আতংকের নাম। জেনে নিন আপনার আশে পাশে ...
- জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন দেবে ভারত
- ম্যারাডোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ!
- সতর্ক বার্তা-২ (ইন্টারনেটে টাকা আয়ের সহজ কোন উপায...
- শরিয়তের দৃষ্টিতে এমএলএম (MLM) ভিত্তিক ব্যবসা
- স্পিকএশিয়ার সার্ভে ডলারের দু:শ্চিন্তা আমার উপর ছে...
- স্পিক এশিয়া অনলাইন বাংলাদেশ মিটআপ
- ভূমিকম্প কী ও কেন হয়?
- ইংরেজি’র সকল সমস্যার সমাধান নিয়ে চালু হলো “ইংলিশ ...
- আপনার ফেসবুক প্রোফাইলটি হোক সবার চাইতে আলাদা!!
- CNN’s Tea Party partnership: ‘odd’ at best, ‘uneth...
- যেভাবে চূড়ান্ত হবে ২০১৫ বিশ্বকাপের ১৪ দল
- হুমায়ূন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত
- হিলটনকে নির্মাতা করন জোহরের না
- প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পেলেন না শাকিব খান
- পরমাণু শক্তিকেন্দ্র চালু করলো ইরান
- বর্ষসেরা ক্রিকেটার ট্রট
- আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক ধোনি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য
- Facebook থেকে ফ্রি sms পাঠান এবং call করুন
- মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও,...
- চলেন এইবার নেট থেকে কিভাবে ফ্রী কল করা যায় সেইটা ...
- বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”,...
-
▼
9
(23)
No comments:
Post a Comment