Tuesday, December 29, 2015

বিশ্বের ২৫ টি দর্শনীয় স্থান

আমরা কে না ভ্রমন ভালবাসি কিন্তু ভ্রমন ভালবাসলেই তো আর হয়না ভ্রমনে যেতে টাকাও দরকার । আর গাইড তো লাগেই । যাই হোক দেখুন বিশ্বর ২৫ টি স্থান । আশা করি স্থানগুলো আপনাদের ভাল লাগবে ।

Grand Canyon:


এই স্থানটি আমেরিকার অ্যারিজোনা স্টেট এর কলোরাডো নদীর তীরে অবস্থিত । এখানে প্রতি বছর প্রায় ৫০ লক্ষ
টুরিষ্ট এই জায়গাটিকে দেখতে আসে । পানি এবং বাতাসের কারনে পাহাড়টি ক্ষয় হয়ে Grand Canyon এ রুপান্তর হয়েছে ।

Great Barrier Reef:


এটা পৃথিবীর সর্ববৃহৎ coral reef ecosystem । এটা অস্ট্রেলিয়ায় অবস্তিত এবং এই দ্বীপে প্রায় ১০০০০ প্রজাতীর মধ্যে ১৫০০ প্রজাতীর মাছ ও ২০০ প্রজাতীর পাখি এখানেই পাওয়া যায় ।

Florida:


এই স্থান কে Sunshine State বলা হয় । এখানে বেশীরভাগ ভিজিটর শীতের সময় ভিজিট করতে আসে । এটা আমেরিকার সাউথ ইস্টার্ন স্টেট এ অবস্থিত ।

The South Island:


এই স্থানটি নিউজিল্যান্ডে অবস্থিত । এখানে ১০ টি ন্যাশনাল পার্ক আর এগুলো ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের সাথে যুক্ত ।

Cape Town:


যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি তারা কম বেশী কেপটাউন সম্পর্কে জানি ।

Golden Temple:


যদি কেউ ভারত বেড়াতে যান তাহলে সোনালী মন্দিরটি যেন দেখতে ভুলবেন না ।

Las Vegas:


এটা আমেরিকার Nevada স্টেট - এ অবস্থিত । এটাকে বিনোদনের শহর বলা হয় । বেশীর ভাগ লোক হানিমুনের জন্য এই জায়গাটিকে পছন্দ করে ।

Sydney:


এটা অস্ট্রেলিয়ার অর্থনীতির পাওয়ার হাউজ হিসেবে পরিচিত ।

New York:


মুভির জন্য এই শহরটা বিখ্যাত । প্রতি বছর প্রায় ২০০ মুভি এই শহরে নির্মান করা হয় ।

Taj Mahal:


তাজমহল ভারতের একটি দর্শনীয় স্থান । এবং এখানে প্রতি বছর অনেক লোক ভিজিট করতে আসে । তাজমহলের পাশাপাশি অনেক গুলো দর্শনীয় স্থান ঘুরে আসা যাবে কেনন প্রায় কাছাকাছি অনেক গুলো সুন্দর স্থান অবস্থিত ।

Canadian Rockies:


এই স্থানটি কানাডায় অবস্থিত । মনমুগ্ধকর একটি জায়গা ।

Uluru:


অস্ট্রেলিয়ায় এটি অবস্থিত । দেখতে স্থানটি আমার কাছে ব্যতিক্রম মনে হয় কারন এটার রং ।

Chichen Itza:


এই স্থানটি ম্যাক্সকোতে অবস্থিত । দেখতে এটি ছোট হলেও পুরোটা ভালভাবে দেখতে ২-৩ দিন সময় লাগবে ।

Machu Picchu:

এটা contrary cosmic স্টেট এ অবস্থিত । এটি সমুদ্রপৃষ্ট থেকে ২৩০০ মিটার উচুতে অবস্থিত । এটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের মধ্যে একটি ।

Niagara Falls:


এই জায়গাটি আমেরিকা এবং কানাডার দুই অংশেই পরেছে । তবে কানাডা থেকেই এটি খূব সুন্দর ভাবে দেখা যায় ।

Petra:


এটিও ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি । এটি জর্দানের নাবাতাইয়ান শহরে অবস্থিত ।

The Pyramids:


পিরামিডের কথা সবাই কমবেশি কিছু জানি । পিরামিডও ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি । এখঅনে মার্চ-মে , সেপ্টেম্বর থেকে নভেম্বর ভিজিটরদের সবচেয়ে ভাল সময় ।

Venice:


এই স্থানটি ইটালিতে অবস্থিত । দেখতে খুবই সুন্দর একটি জায়গা । এই শহরটি ৩১৭ টি ছৌট দ্বীপ এবং ১৫০ টি খাল নিয়ে গঠিত ।

Maldives:


মালদ্বিপ এ ১১৯০ টি কোরাল দ্বীপ রয়েছে তার মধ্যে এটি একটি । সবচেয়ে বেশী ভিজিটর আসে ডিসেম্বর থেকে এপ্রিল ।

Great Wall of China:


চায়নার সবচেয়ে বড় অহংকার হল এটি । এই ওয়ালটির অনেক পুরোনো ইতিহাস আছে । যা তাদের নিরাপত্তা বিধান করেছে ।

Victoria Falls:


এটা ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের একটি এবং এটি নিউজিল্যান্ডে অবস্থিত ।

Hong Kong:


হংকং চায়নার একটি ভ্যস্ততম শহর। এখানে অক্টোবর,নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি সবচেয়ে বেশী ভিজিটর আসে ।

Yosemite National Park:


এই পার্কটি Sierra Nevada Mountain নিয়ে গঠিত । এবং প্রতি বছর ৪০ লক্ষ ভিজিটর এখানে ভিজিট করতে আসে ।

Hawaii:


এই দ্বীপটা দেখতে যেমন সুন্দর তেমনি নিরাপত্তাও বেশী ।

Paris:


প্যারিসের একটি দর্শনীয় স্থান আইফেল টাওয়ার । যার আছে কিছু পুরোনো ইতিহাস এবং এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু লোক এই টাওয়ারটি দেখতে আসে ।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e