Tuesday, December 29, 2015

ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ব্লগার হওয়ার উপায়

ফেসবুকে যারা অনেক অনেক গুলো অধিকারী তাদের জন্য
আপনাদের জন্য এই এড-অনস না থাকলেই নয়। এই এড-অনস থাকলে আপনি আপনার যতো যতগুলো ফেসবুক আই.ডি আছে (ফেসবুক অথবা যে কোন আইডি দারাই কাজ হবে)সব গুলো একই সাথে একই ব্রাউজার দিয়ে লগইন করতে পারবেন। ( আমি ৫/৬ টা নিয়ে এক সাথে লগইন করেছি ) ।
এড-অনসটির নাম হলো Multifox (অবশ্যই মজিলার জন্য) ।


ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ব্লগার হওয়ার উপায় - dreamlancerbd.com


১। প্রথমে উপরের লিংক থেকে আপনার মজিলার ভার্সন অনযায়ী multifox ডাউনলোড করে নিন।

২।ইনস্টল করে ফায়ারফক্স রির্স্টাট মারুন ।
৩।পুনরায় ব্রাউজার অপেন করার পর ফেসবুকে লগইন করুন।
২য় একাউন্ট দিয়ে লগ ইন করার জন্য
৪। এবার ব্রাউজার এর উপ

রে context menu থেকে file এ ক্লিক করে new identity profile সিলেক্ট করুন।

৫। এবার একটি নতুন উইন্ডো পাবেন। সেখানে আবার ফেসবুকের লগইন পেজে যান । ২য় একাউন্ট দিয়ে লগ ইন করুন ।
এভাবে যত ইচ্ছা তত গুলো আইডি/একাউন্ট দিয়ে আপনি লগিন করুন। আর কোন প্রবলেম হবে না। এছাড়াও আপনি যে কোন ব্লগ সাইট অথবা মেইল একাউন্ট লগিন করতে পারবেন। তবে লগিন করার সময় উপরের ৫টি নিয়ম ভাল করে খেয়াল করবেন। তাইলেই কেল্লা ফতে। নিচে আপনাদের জন্য আরও কিছু প্যাচাল দেলাম। পড়ে নেবেন। ভাল লাগার কথা।
যারা ক্যাচাল করতে পছন্দ করেন তাদের জন্য

আজকাল ফেসবুকে অথবা যে কোন ব্লগে এমন অনেক পোস্ট দেখা যায় যেটা নিয়ে ব্লগারদের মধ্যে ক্যাচাল শুরু হয়ে যায় ( যদিও আমি কোনোদিন ক্যাচাল করি নাই ) । বিশেষ করে নাস্তিকদের পোস্টে এই ক্যাচাল বেশি দেখা যায়। এক গ্রুপ আরেক গ্রুপ এর উপর ঝাপিয়ে পড়ে। হাজির হয় অতীতের ব্লগারদের দেওয়া গালিগালাজের স্ক্রিনশর্ট নিয়ে। কেউ কেউ আবার পোস্ট ডিলিট করে দেয় ।
এখন আমাদের কাজ হবে সেই সব পোস্ট কে সংরক্ষণ করা যাতে ক্যাচাল করার সময় সেই পোস্ট গুলো দেখাতে পারি।

১।Save as PDF এই এড-অনটি ইনস্টল করে নিন। ।

২।ফায়ারফক্স রির্স্টাট মারার পর দেখবেন এড্রেসবারের বাম পাশে এড-অনের একটা লগো পেয়ে গেছেন।

এবার যেই পোস্ট টি পি

ডিএফ ফাইলে সংরক্ষণ

করতে চান সেই পোস্টে গিয়ে এড-অন এর লোগোতে একটা ক্লিক মারুন। দেখবেন পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে।


ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ব্লগার হওয়ার উপায় - dreamlancerbd.com
এই এড-অন দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের পেজ কে পিডিএফ ফাইলে সেভ করে রাখতে পারবেন।
__________________________

আশাকরি পোস্ট টি আপনাদের কাজে লাগবে।

এই টিউটোরিয়াল টি নেয়া হয়েছে একটি নতুন ব্লগ সাইট থেকে। মুলত সেখানে আমিই এই টিউটোরিয়াল টা দিয়েছিলাম। সাইট টি আমার ভাল লাগছে। সাইট টিতে বেশি গুরুত্ত দিয়েছেঃ অনলাইনে আর্নিং এর উপর। তবে সেখানে বর্তমানে ব্লগার খুবই কম। আপনারাও ইচ্ছা করলে ঐ সাইট টিতে কিছু পোস্ট করতে পারেন। লিংকঃ www.dreamlancerbd.com .
এই টিউটোরিয়াল টির অরিজিনাল লিংকঃ http://www.dreamlancerbd.com/ফেসবুকে-একই-সাথে-অনেক-আইড.html
ভাল লাগলে কমেন্ট করবেন এবং ফেসবুকে শেয়ার দিবেন যাতে সবারই কাজে লাগে। ধন্যবাদ কষ্টকরে আমার পোস্ট টি পড়ার জন্য।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e