Tuesday, October 11, 2011

প্রতি মিনিটে ফেসবুকে ৩ লাখ স্ট্যাটাস


সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে প্রতি মিনিটে কতগুলো স্ট্যাটাস আপডেট হয় সে বিষয়ে ভ্যাঙ্কুভারভিত্তিক পপকর্ন নামের একটি সোশ্যাল মিডিয়া প্রমোশন এজেন্সি জানিয়েছে, প্রতি মিনিটে ফেসবুকে ৩ লাখ স্ট্যাটাস আপডেট করা হয় যা ঘণ্টার হিসেবে দাঁড়ায় প্রায় ১ কোটি ৭০ লাখের বেশি। পপকর্ন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফেসবুকে মোট ৮০ কোটি ব্যবহারকারী রয়েছেন।
এর মধ্যে সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬৫ কোটি। প্রতি মিনিটে ফেসবুক ব্যবহারকারীরা ৫ লাখেরও বেশি কমেন্ট করেন। প্রতি মিনিটে ১ লাখ ৪০ হাজার ছবি আপলোড করা হয়। এদিকে, মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটারে প্রতি মিনিটে ১ লাখ ২০ হাজার টুইট করা হয়।

No comments:

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e