Tuesday, October 11, 2011

চট্টগ্রাম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমানে আগুন পাইলট আহত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবাহিনীর একটি এফ-৫ প্রশিক্ষণ বিমানে আগুন ধরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিম অক্ষত আছেন। তিনি সামান্য আহত হয়েছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত রানওয়েতে অবতরণের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিমানবন্দর ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের সংরক্ষিত রানওয়েতে অবতরণ করছিল। অবতরণের আগ মুহূর্তে এর পেছন দিকে আগুন ধরে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে পাশে ছিটকে পড়ে। এ সময় বিমানের পাইলট বিমান থেকে লাফিয়ে নেমে যেতে সক্ষম হন। লাফিয়ে পড়ার কারণে তিনি সামান্য আহত হয়েছেন। বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুুত তাকে উদ্ধার করে বিমানবাহিনীর হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে বিমানবন্দরের নির্ধারিত শিডিউলে বিমান চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার আবুল কাসেম। দুর্ঘটনাকবলিত বিমানটি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে কোনো সময় উড্ডয়ন করেছে কত সময় আকাশে ছিল এবং কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিমানবাহিনীর একটি সূত্র এ ব্যাপারে আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর বিমানবাহিনীর এক প্রশিক্ষণ যুদ্ধ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানের পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিলেন।

form

Powered byEMF Online Form Builder

Blog Archive

news add

e