Monday, July 16, 2012

অদ্ভূত যাদুবিদ্যা ও ম্যাজিকের খেলা (Part 2) চার সাগরের জল।

যাদুকর ঢুকলেন হাতে একটা কাচের স্বচ্ছ জগ নিয়ে । জগের মধ্যে রয়েছে বেশ কিছুটা পানি ।স্টেজের মাঝামাঝি জায়গায় টেবিলের ওপরে পাশাপাশি সাজানো আছে চারটে স্বচ্ছ কাচের গ্লাস । গ্লাসগুলি অবশ্য খালি । হাতে ধরা জগের মধ্যে কার পানিটার দিকে তাকিয়ে যাদুকর বললেনঃ আমার হাতের জগের মধ্যে যে পানিটা রয়েছে । আপনারা
বিশ্বাস করুন আর নাই করুন । এর মাঝে চার সাগরের পানি আছে । লোহিত সাগর । কৃষ্ন সাগর । নিল সাগর । হরিত্‍ সাগর । এটা এক যায়গায় করাতে এটা এক রং এর মত দেখাচ্ছে । কিন্তু আমি যাদু মন্তে এটা আলাদা করবো । একথা বলে সে তার জকের পানি একটু একটু করে গ্লাসে ঠালছে কি অবাক কান্ড চারটা চার রং এর হয়ে গেল । কি অবাক হলেন । উপকরনঃ এই অবাক করা খেলাটা দেখতে হলে চাই কিছু ক্যমিকাল । 1.ফেরিক এমোনিয়াম সালফেট । 2.পটাসিয়াম থায়োসায়ানেট । 3.ট্যানিক এসিড । 4.পটাসিয়াম ফেরোসায়ানাইড । 5.টারটারিক এসিড । 6.পানি । 7.একটা বড় সাইজের স্বচ্ছ কাচের জগ । 8.চারটে স্বচ্ছ কাচের গ্লাস । প্রস্তুত প্রনালীঃ প্রথমে জগটাকে পানি দিয়ে নাও । এর মধ্যে সামান্য একটু ফেরিক এমোনিয়াম সালফেট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাও । চারটে গ্লাসের মধ্যেও কায়দা করা আছে । প্রথমে গ্লাসের মধ্যে থাকবে কয়েক ফোটা (পটাসিয়াম থায়োসায়ানেট )মেশানো পানি ।দ্বিতীয় গ্লাসে কয়েক ফোটা (ট্যানিক এসিড)মেশানো পানি ।তিন নম্বর গ্লাসে কয়েক ফোটা (পটাসিয়াম ফেরোসায়ানাইড)মেশানো পানি ।এবং চতুর্থ গ্লাসে কয়েক ফোটা (টায়টারিক এসিড)মেশানো পানি ।প্রত্যেকটা গ্রাসেই এই সব ক্যামিকাল দ্রব্য মেশানো পানি কয়েক ফোটা করে থাকে বলে । একটু দুর থেক তা মোটেই বোঝা যায় না । মনে হয় ।গ্লাসগূলো খালিই আছে । খেলা দেখানো সময় এই গ্লাসগূলো টেবিলের ওপর পাশাপাশি বসিয়ে দেবে এবং জগটা হাতে নিয়ে স্টেজে ঢুকবে । ব্যাস এবার আগের নিওমে যাদু দেখাও । আর মজা লুটে নাও । 

form

Powered byEMF Online Form Builder

news add

PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis

e