Wednesday, September 25, 2013

ব্রণ দূর করার ১০টি ভেষজ উপায়


nautral-pack-for-acneখাদ্য হিসেবে ও চিকিত্‍সার কাজে গাছের বিভিন্ন অংশ এবং ভেষজের ব্যবহার মানুষ করে আসছে সেই সুপ্রাচীনকাল থেকেই। প্রাচীন চিকিত্‍সাশাস্ত্র আয়ুর্বেদ পুরোটাই গাছ-গাছড়া নির্ভর। প্রাচীন চীনের চিকিত্‍সাশাস্ত্রেও ছিল ভেষজের ব্যবহার। মধ্যপ্রাচ্যে বিশেষ করে যাযাবর শ্রেণীর লোকেরা টোটকা চিকিত্‍সাতে নানা ধরনের শেকড়-বাকড় ব্যবহার করত। শুধু কি খাবার আর চিকিত্‍সা! রূপচর্চার ক্ষেত্রেও রয়েছে ভেষজ উপাদানের অবদান। নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সুদূর অতীত থেকে আজ পর্যন্ত ভেষজ উপাদানের ব্যবহার সমানভাবে চলে আসছে।

Saturday, April 27, 2013

খুব সহজে তৈরি করুন Adobe Illsustrator ও Adobe Photoshop দিয়ে রবির Logo


প্রথমে Adobe        Illsustrator  চালু করতে হব।

এরপর File> New ক্লিক করে একটি নতুন পেজ নিন, আমি একটা নিলাম। আপনারা যে কোন মাপের পেজ নিতে পারেন।

খুব সহজেই Adobe Illsustrator –এ তৈরি করুন চ্যানেল আই এর Logo


প্রথমে Adobe illustrator অপেন করে তার যে কোন মাপের একটি নতুন পেইজ নিন।
এখন পাশের Tools bar হতে Rectangle tool (M) টি সিলেক্ট করে একটি নতুন পেজে একটি চতুভুজ আকুন,

form

Powered byEMF Online Form Builder

news add

e